কত প্রশ্ন নিয়ে মাঝরাতে তারাদের খেলা
আকাশে নিরব অন্ধকার ডাক দেয় আরো দূরে
অনেকেই কারো মুখ এঁকে যায় বনলতা সেন ভেবে।
এক আঁজলা অন্ধকারে পান করে মন ভরা জল
কত ছলে জীবনানন্দ পথের পরশ,
কেউ যেন বুঝতে না পারে ক্ষতের প্রপাত
দিনভর আড্ডায় শ্রাবস্তির কারুকাজ।
ফেলে আসা বন্ধ দরজা আর কোনদিন খোলেনি
বলেনি কেউ,এসো বসি, মুখোমুখি।
কত তৃষ্ণা জেগে ওঠে, কত তৃষ্ণা মরে যায় অনুতাপে,
কেন যে ব্যথার মরু গিঠ খুলে ছুটে যায়
আজও, বনলতা সেনের কাছে।