ফুলমতী কন্যা জল আনতে যায়
যাওয়ার সময় সে ইতিউতি চায়,
বৃষ্টিচ্ছায় জল থইথই পদ্মদিঘির ঘাট
যায় পেরিয়ে কন্যা উজ্জয়িনীর মাঠ।
চরাচরে বৃষ্টি নামে ফুলের বনে দোলা
মনরাঙানো কন্যা,যায়নি আজো ভোলা,
বন-পলাশের পাশে,সেই সে দিনের কথা
মনের কোনে আজও পলাশ সুরের ব্যথা।
ভালোবাসা চলে যায় ভালোবাসা মুখ
দিন যায় মাস যায়,ঝরে জীবনের সুখ,
পদাবলি কাব্যে,সেই মুখশশী আসে
জীবনস্মৃতিতে প্রেম অনাবিল ভাসে।
অসময় চলে যায়,মরা গাঙে ঢেউ
জীবনের গতিপথ বদলায় কেউ,
প্রত্যয় বেঁচে থাকে,জাগরিত আশা
বিচ্ছেদ ব্যথা আনে সংগ্রামী ভাষা।