বর্ণপাঠ


বাংলা ভাষার বাইশতম ব্যাঞ্জনবর্ণ হলো- ফ। ফ অক্ষরটি বাংলা বর্ণমালার তেত্রিশতম অক্ষর।
ফ এর সাথে যখন আ যোগ হয়(+) তখন – ‘ফা’ হয়
আবার ফ এর সাথে যখন এ যোগ হয় তখন – ‘ফে’ হয়।বাংলা বর্ণমালার প অক্ষরটির পরে ফ এর অবস্থান। এই দুটি অক্ষর যখন একটির সাথে অপরটির যোগ হয় তখন আ+কার এবং এ+কার এবং চন্দ্রবিন্দু (ঁ) মিলে একটি শব্দ তৈরী হয় – যেমন ফাঁপ। ফাঁপ শব্দটির অর্থ ফাঁপা কিংবা ফেঁপে ওঠা। এই ফাঁপ শব্দটির সাথে ‘ড়’ যুক্ত করুএ একটি মজার শব্দ হয় – ফাঁপড়। ফাঁপড় অর্থ হতবুদ্ধি। হতবুদ্ধি অর্থ কিংকর্তব্যবিমূঢ়। কিন্তু কিংকর্তব্যবিমুঢ় মানে কি?


ফ দিয়ে শব্দ গঠন

দুই অক্ষরের
ফুল
ফল
ফাঁকা
ফিকে

তিন অক্ষরের
ফড়িং
ফোয়ারা
ফরয
ফরাসী
ফেরত
ফলক
ফসল

চার অক্ষরের
ফুলকপি
ফটোকপি
ফুসফুস
ফলাফল
ফটকিরি
ফিউচার

যুক্তবর্ণে ফ
ফ এর সাথে য যোগ করলে – ‘ফ্য’ অর্থাৎ (ফ+য)= ফ্য। আবার ফ এর সাথে র যোগ করলে – ‘ফ্র’= ফ্রেশ (পরিস্কার) ফ+ল=ফ্ল। ফ্লপ, ফ্লাইট, ফ্লাইওভার।

লিখন কৌশল-
ফ শব্দটি দেখতে অনেকটা ‘য’ এর মতো। ‘য’ এর বামপাশে ছোট করে একটা বাকা লেজ লাগিয়ে দিলেই ‘ফ’ হয়ে যায়।




ফেব্রুয়ারি কিংবা ফাল্গুন

ফেব্রুয়ারি কিংবা ফাল্গুন ফ দিয়ে শুরু হলেও এর উচ্চরণে কিঞ্চিত পার্থক্য লক্ষ্য করা যায়। ‘ফ’ বাংলা ভাষার ওষ্ঠাগত বর্ণ। অপরদিকে ইংরেজীতে F ওষ্ঠাগত নয়। এক্ষেত্রে ফাল্গুন কে ইংরেজীতে Falgun না লিখে Phalgoon অথবা Phalgun লেখা যেতে পারে।

অপরদিকে ইংরেজীতে February লিখতে গেলে ঠোঁটের স্পর্শের দরকার হয় না।


ফ এর সাথে য এর মজার মিল
‘য’ সম্পর্কে জানুন। ফ এবং য মিলে কি কোন শব্দ হয়? হ্যাঁ হয়।ফ ও য এর সংমিশ্রনে ফাযিল শব্দটি হয়। ঠিক ধরেছেন ‘ফাযিল’ বানানটি ভুল ফাযিল এর শুদ্ধ বাংলা হলো ফাজিল। ফাজিল শব্দটির অর্থ বিদ্বান। আবার ফাজিল শব্দটির অর্থ অতিরিক্ত। আপনি এই মুহুর্তে কোনটিকে বেছে নিবেন? আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার।

তথ্যসুত্র-
১.বাংলা ভাষা ও ব্যকারণ সম্পর্কিত বিভিন্ন পুস্তক হতে সংগ্রহীত।
২. গুগল/ ফেসবুক হতে সংগ্রহীত।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]