প্রিয় রহমান আতাউর
অ আ ক খ বর্ণমালা
মোদের অধিকার
মাতৃভাষায় কথা বলি
বড়ই অহংকার।
পাখি ডাকে যে ভাষাতে
দোয়েল দেয় শিস
বাংলা আমার জন্ম মৃত্যু
করি যে কুর্নিশ।
জন্ম হোক যথা তথা
মাতৃভাষা তার
সেই ভাষাতে লিখবে পড়বে
রুখে সাধ্য কার?
ফেব্রুয়ারি মাস যে আসে
বুকটা লাগে ফাঁকা
ভাষা-শহীদদের বুকের রক্তে
এ বাংলাদেশ আঁকা।
পাকসেনাদের উর্দু ভাষা
কেন আমার হবে
বাংলা মায়ের বর্ণমালা
চির অম্লান রবে।
ইতিহাস যে ধীরে ধীরে
ক্ষোভের সৃষ্টি করে
বীরভোগ্যা বাঙালি জাতি
যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।
জাতির জনক বঙ্গবন্ধু দেন
স্বাধীনতার ডাক
ডিসেম্বর’ ৭১ এ বিজয় আসে
পুরো বিশ্ব অবাক