সুজন সাজু
জানলা দিয়ে দেখছি দূরে
বিষ্টি পড়ে মিষ্টি সুরে
প্রাণ কেড়ে নেয় আহা,
ইমলি পাতার ঝিমলি নাচন
দৃষ্টি নন্দন নাহা।
বৃষ্টির ফোটা ঝম ঝমিয়ে
পড়ছে যেন দম দমিয়ে
কাঁপছে পাখি ভিজে,
ব্যাকুল হয়ে আকুল ঝরে
মন অন্তরে কী যে।
বৃষ্টির সাথে হাওয়ায় মাতে
কোমল পরশ শীতল তাতে
জানলা গলে আসছে,
ক্ষণটা যেন সুখ বিলাসে
মন মাধুরি হাসছে।
অপার রাঙায় বৃষ্টি ঝড়ায়
রূপের নায়ে মোহন ছড়ায়
স্বরলিপির ছন্দে,
হৃদ কাননে দোলনা দোলে
বর্ষা ফুলের গন্ধে।