আশিক মাহমুদ রিয়াদ
ওয়েবসিরিজ – ‘বলি’
পরিচালক – শঙ্খ দাসগুপ্ত
সাগরের নোনাজলে ভেসে গেছে কত দেহ..
নোনাজলে চর জাগে..ভেসে আসে প্রাণ..
শুকায় চোখের জল পাপের উত্তাপে..
এ ছেঁড়াদিয়ায় আসে যারা..
তারা বার বার ফিরে আসে!
#স্পয়লারথাকতেপারে
সমুদ্রের উত্তাল গর্জন.. কিংবা কখনো শান্ত রূপ এসব পেরিয়েই ছেড়াদিয়ায় গিয়েছিলাম। গিয়েছিলাম দুই কোম্পানির সাথে দেখা করতে। সাথে শুড়িখানায় বসে একটু ঠান্ডা জলে গলা ভিজাতে চেয়েছিলাম।তবে সেখানে বাঘে, মহিশে কুমিরে একঘাটে জল খায়। তবে কোত্থুকে এক আগন্তুক ভিড়লো এই তীরে..তার ঠাই হলো আনাড়কলির নীড়ে। আপাতত এসব কথা রাখি…।
সম্প্রতি ইন্ডিয়ান ওয়েবস্ট্রিম প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েবসিরিজ ‘বলি’। ওয়েবসিরিজে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, সালাউদ্দিন লাভলু…লুৎফর রহমান জর্জ,সোহেল মন্ডল, সোহানা সাবা, সাফা কবির, মৌসুমী মৌ, জিয়াউল হক পলাশ সহ আরও অনেকে।
এই ওয়েবসিরিজে সব থেকে ভালো লাগার ব্যপারটা হচ্ছে.. নাসিরউদ্দিনের চরিত্র এবং জিয়াউল হক পলাশের চরিত্র। বাকি সব চরিত্রগুলো ঠিকঠাক ভাবে ফুটে উঠলেও.. কোথাও যেন একটা মসৃণ ছিলো না। গল্পটা যদিও মসৃণ না..তবে শ্লথ গতিতে গল্প যেভাবে এগিয়েছে তাতে অনেকটা বিরক্ত বোধ করেছি। প্রথম, দ্বিতীয় তৃতীয় এপিসোড দেখার পরে বাকি এপিসোড গুলো টেনে টেনে দেখেছি। এই জনরার গল্পগুলো এর আগেও বেশ কয়েকবার দেখেছি। তবে বলির গল্পে সেরকম ভিন্নতা খুঁজে পাইনি। স্লো বার্ণ ট্রিটমেন্টে গল্প পোড়ার গন্ধে তেমন একটা মগজ পোড়েনি..বরং গল্পটি বেশ পরিচিত লেগেছে৷ শেষমেষ অনাকাঙ্ক্ষিত একটা আক্ষেপ থেকেই যায়। তবে ওভার অল মেকিং দুর্দান্ত।
সিনেমাটোগ্রাফি, কালারগ্রেডিং ভিএফএক্স মন্দ লাগার নয়৷ ওয়েবসিরিজের টাইটেল ট্রাক, বিজিএম.. ভালো লেগেছে। টাইটেল ট্রাকে আভাসের ভোকালিস্ট তানজির তুহিন দুর্দান্ত গেয়েছেন।
এই ওয়েবসিরিজের সবথেকে ভালো লাগার ব্যপারটা হলো লোকেশন। ‘বলি’ নির্মাণের ঘোষণা পাওয়ার পরেই জানতে পেরেছিলাম এর শুটিং হবে পটুয়াখালীর কুয়াকাটায়। বরিশালের কীর্তনখোলা নদী, রকেটঘাটকে স্ক্রিণে যেন সেভাবে পরিচিত লাগেনি। ব্যপারটা দুর্দান্ত।
চঞ্চল চৌধুরী আর সোহেল মন্ডলের তকদীরের পরে যে এক্সপেক্টটেশন ছিলো সেই এক্সপেক্টটেশন ‘বলি’তেও অব্যহত আছে। তারা গতানুগতিকভাবে ভালো করেছেন। এর আগে সোহানা সাবার কাজ ততটা দেখা হয়নি..তবে ওনার অভিনয়ও ভালো লেগেছে।
সবমিলিয়ে ‘বলি’ বেশ ভালো লেগেছে এ কথা বলবো না। তবে অলস সময় পাড় করার জন্য ‘বলি’ দুর্দান্ত সিরিজ। দেখতে পারেন..!
দ্রষ্টব্য- অনাকাঙ্ক্ষিত বানান বিভ্রাট, তথ্যবিভ্রাট থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।