গাজী আরিফ মান্নান
ফাল্গুনে ফুল ফুটেছে রাঙা শিউলি পলাশ
চারিদিকে ছড়িয়ে পড়ে মিষ্টি সুবাস,
থোকায় ভরা আম মুকুলে ছেয়ে আছে
কোকিল ডাকে কুহু কহু শিমুল গাছে।
কচি কচি সবুজ পাতায় গাছ সেজেছে
সুরেরই মূর্ছনায় তাই প্রেম জেগেছে,
মিষ্টি রোদ আর বাতাস বহে খুব সকালে
মনে বহু রঙ লেগেছে বসন্তেরই কালে।
প্রকৃতি রূপ ঢেলে দেয় যে রঙে-রঙিন ফুলে
প্রিয়তমা লাগিয়েছে মেহেদী তার চুলে,
বাঁশির সুরে মন হারিয়ে কবি হয় যে উদাসী
প্রেম-কবিতার স্রোত আসে রাশি রাশি।
গাছের ডালে বসছে দেখি শত পাখির মেলা
আনন্দে কাটে যে তাই প্রিয় বিকেল বেলা ,
নীল আকাশে ভেসে বেড়ায় স্বচ্ছ মেঘমালা
রঙিন বসন্তে আমার মনটা হয় উতলা।