দীপঙ্কর শীল
একুশে ফেব্রুয়ারি
প্রতিবার এসে আমি কাঁদি,
ফুল হাতে রক্ত জমাট শহীদ মিনারে
একবুক ব্যাথায়,সালাম তোমায় স্মরণ করি।
একুশে ফেব্রুয়ারি
নয়ন জলে তোমাদের মনে করি,
বরকত রফিক জব্বার আরো অনেকে
ঐ যে ক্রন্দিত জননীর আহাজারি।
একুশে ফেব্রুয়ারি
আজ দেখে যা ওরে পাকিস্তানি,
হিন্দু-মুসলিম-বৌদ্ধ খ্রিস্টান,আমরা বাংলাদেশী
হয়েছি প্রতিবাদী, সদা বাংলায় কথা বলি।
একুশে ফেব্রুয়ারী
স্তব্দ স্বরে শ্রদ্ধামাখা প্রভাতফেরী,
শহীদদের রক্তে সৃষ্ট স্বাধীনতা প্লাবন
তাঁদের ত্যাগে বাংলায় গাই বাংলায় মোরা লিখি।
একুশে ফেব্রুয়ারী
ফুলে ফুলে জানাই শ্রদ্ধাঞ্জলি,
ভাষার নেশায় বুকে নিতে হলো গুলি
তবেই তো, রক্তের দামে পেলাম জননীর প্রিয় বুলি।