বাংলা ভাষার তরে

বাংলা ভাষার তরে

আশিক মাহমুদ রিয়াদ

একুশ এসেছে একুশ,
এসেছে মিছিলে মিছিলে প্রতিবাদের প্রতিধ্বনী
এসেছে পুরণো রাজপথে নতুন কুঁড়ি।
গাছে গাছে ফুটেছে বাসন্তী ফুল,
অথচ রাজপথ ছেঁয়ে গেছে নতুন পদধ্বনীতে
ঝরা পাতার মরমর শব্দে,
কন্ঠে কন্ঠে উত্তাল হয়েছে তিলোত্তমা ঢাকা।
“রাষ্ট্র ভাষা চাই বাংলা”

শুনেছো তোমরা? চেয়ে দেখো রাজপথে
মিছিল নেমেছে, বুলেটের বিরুদ্ধে।
মায়ের ভাষায় কথা বলতে আজ শোসকদের চোখ রাঙানি?
গর্জে উঠেছে তরুণ-অরুণ!
হারামজাদা! পাকিস্তানি? এ তল্লাট আমার।
মায়ের আঁদর বুঝি যতখানি, ততখানি আমার ভাষা।
সেই ভাষাকে কেড়ে নিতে চাস ?
সাহস কতখানি?

“না না হবে না-উর্দু-ফারসি!”
আমরা বাঙালী, বাঙলা আমার ভাষা।
রক্তে রক্তে আজ আগুন লেগেছে,
ফাগুন সেজেছে তারুণ্যের আগুনে!

 

বাংলা আমার মুখের ভাষা,
মায়ের ভাষা, আমার ভাষা, আমাদের ভাষা।
সেই ভাষাকেই কেড়ে নিতে চাস তোরা?
সাহস কত বড়, বেয়োনেটে পেতেছি হৃদয়!
তাও ভাষা কেড়ে নিতে চাস? সাহস কতখানী?

ফাল্গুনের আট তারিখে
রাজপথ ওথে বিক্ষোভের ঝড়
“রাষ্ট্র ভাষা বাংলা চাই”
মাতৃভাষার মিছিলে মুখর গ্রাম-শহর
এ আমার প্রতিবাদ, আমাদের প্রতিবাদ
তাও শকুনের চোখে জ্বলে হিংসার আগুন
লিপ্সার যন্ত্রণায় পুড়ে নির্বিচারে চালায় গুলি
মুক্ত আকাশে কেঁটে যায় ঘুড়ি,
গাছে গাছে আর ডাকে না পাখি।
পাতা ঝরা বসন্তে ঝড়ে যায়-
রফিক, সালাম, জব্বার বরকত।
বিনিময়ে কয়েকটি তাজা প্রাণের রক্তে
শান্ত হয় পাকিস্তানি শোসকের দল।
সেই ফাগুনেই, রক্তে রক্তে রাঙে রাজপথ।

ফাগুনের এ দিনে দ্বিগুন হয়ে আজ!
এসো জানাই তাদের সালাম, শ্রদ্ধা।
হে বীর যোদ্ধা তোমাদের তরে লাখো সালাম।
প্রতিদানে এসো বাংলায় ভাসি,
ভাষার জন্য প্রাণ দিয়েছে আর কোন জাতি?
মায়ের ভাষা বাংলা যে চিরখাঁটি!

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
বনলতা সেন  : কবিতাচূড়ামণি

বনলতা সেন  : কবিতাচূড়ামণি

 সুজিত রেজ বহুপঠিত , বহুচর্চিত , বহুকূটভাষিত , বহুবিতর্কিত , বহুফলিত , বহুনন্দিত  কবিতা জীবনানন্দের ‘ বনলতা সেন ‘ পুনর্পর্যালোচনার ইচ্ছাবেগ হাঁড়িকাঠে গলা সেঁদিয়ে আত্মহত্যাপ্রবণ ...
Everything You Ever Wanted to Know About Technology

Everything You Ever Wanted to Know About Technology

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
বিষদাঁত

বিষদাঁত

সাত সকালে মোরগের ডাকে ঘুম ভাঙে তানিয়ার। সকালে ঝুন ঝুন করে নুপুর পায়ে করিডোর পেরিয়ে তুলসী তলার দিকে পা বাড়ায় সে। আচমকা পেছন থেকে গলার ...
কেউ পারিনি ওপারে যেতে

কেউ পারিনি ওপারে যেতে

ইব্রাহিম বিশ্বাস সারা রাত জেগে জেগে আমি কাদের আনাগুনা দেখি ওরা কারা ? সবার কাঁধে কাঁধে লাশ হাঁটতে হাঁটতে ক্লান্ত নদীর কিনারায় এসে দাঁড়িয়েছে মৌ ...
চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

চক্ষুজ্ঞানী- মেহেদী জাহিদ

মেহেদী জাহিদ চক্ষু পড়িয়াছে চক্ষুর বাইরে; কোন চক্ষুতে দেখবে তুমি আঁখি নাহি খুলিলে? চক্ষুর ভিতরস্থও যে চক্ষু আছে; কোন স্থানে তা বিরাজবান? নয়নে নয়ন সর্ব ...
ক্যাডাভার

ক্যাডাভার

আশিক মাহমুদ রিয়াদ বাতাসের স্নেহ, পায়ে শুড়শুড়ি দিয়ে যায় মানুষ ভাসে স্বপ্নে; যাপিত আকাঙ্খায়। তিমির রাত্রি জ্বলে প্রদীপ শিখায়, স্বপ্ন সেখায় অট্টালিকা? সেই তো কৃশকায়! ...