১.তোমার আগমনে আমার জীবন যেন নতুন রং খুঁজে পেয়েছে। সে রঙের মহিমায় আমি সব সময় উচ্ছ্বসিত থাকি। সে রং আমাকে সব সময় অনুপ্রেরণা যোগায়, আত্মবিশ্বাস দেয়।
২.আমার এই জীবন তোমার হোক। তোমার ওই জীবন আমার হোক।
৩.শূন্য এ জীবনে এলে তুমি! তারপর রাঙিয়ে দিলে রংধনুর সাত রঙে। পাল্টে দিলে আমার এই নিভৃত জীবন! আলোকিত করলে আমার সারা দুনিয়াকে।
৪.খোদার কাছে একটাই আবদার!- তুমি যেন আর অন্য কারও না হও। তুমি যেনো হও শুধুই আমার।!
৫.মোর এই দেহ জুড়ে শুধু তুমি ই বিরাজ করো, আর কেউ নয়।
৬.মন তো চায় হারিয়ে যাই তোমার সাথে।
বহু অজানায়, অচেনা এক জায়গায়।
যেখানে আমাদের আর কেউ খুজে পাবে না।
খুঁজে পাবে না কোন মন্দ শক্তি।
৭.আমার এ জীবনের আরেক নাম তুমি। তোমার আগমনে আমার এ জীবন ছন্দময় হয়ে উঠেছে।
৮.প্রেমের শব্দ কেবল প্রেমীরা ই বুঝে থাকে। অন্য কোনো মানুষের সেই ভাষা বোঝার সামর্থ্য ই নেই।
৯.তুই আমার প্রেয়সী,
তোকেই শুধু চাই, তোকে ছাড়া এ জীবনে চাওয়ার কিছুই নাই।
১০.তোমাকে ছাড়া শূন্য এ আমি, শূণ্য এ জীবন। তোমাকে না পেলে এ জীবন আমার বৃথা।
১১.আজ তুমি আছো বলে, আমার জীবন এত হাস্যোজ্জ্বল থাকে। তুমি না থাকলে আমি এতদিনে হারিয়ে যেতাম।
১২.আমার জীবনকে পূর্ণ করে তুলেছো তুমি। বলো, কি উপহার চাও প্রিয়?
১৩.আজ গাছে গাছে ফুল ফুটছে।
গাছে গাছে পাখিরা কিচিরমিচির জুড়ে দিয়েছে,
তোমার নাম ধরে!
১৪.তোমাকে পেলে আমি যে হায় সবচেয়ে খুশি হই,
তুমি মোর পাশে থেকো, আমি তোমার হয়ে রই।
১৫.তুমি মোর জীবন, তুমি ই মরণ। তোমাকে ছাড়া আর কখনো কিছু চাইনে।
১৬.ওগো আমার প্রিয়া! চলো একসাথে দুনিয়া ঘুরে দেখি।
১৭.জীবন যুদ্ধে হেরে গিয়েও জিতে গেছি। কারন, আমার পাশে যে তুমি আছো!
১৮.ভালোবাসি বলতে গিয়েও থেমে যাই বারবার। কারণ, তুমি যদি রাগ করো!
১৯.তুমি আছো তাই, রং ছড়িয়ে যাই।
তুমি না থাকলে হায়,
কী হবে আমার?!
২০.একা থাকার বেলায় এসো তুমি প্রিয়, মোর হৃদয় আঙ্গিনায়।
২১.প্রভাতে সূর্য ওঠার সাথে সাথে তোমার মধুময় হাসি চারিদিকে ছড়িয়ে যায়। সে হাসির ছটায় চারিদিক আরো বেশি বেশি আলোকিত হয়ে যায়।
২২.যেখানে তাকাই শুধু তুমিময় ঘ্রাণ,
তুমি মোর হৃদয়ে, তুমি মোর প্রাণ।
২৩.কথা দাও, তুমি মোর হবে চিরদিন।
কথা দিলে তো?- ভুলবোনা এ ঋণ।
২৪.তোমাকে দেখলেই আমার হৃদ স্পন্দন বেড়ে যায় প্রিয়।
২৫.তোমার আমার এই কাহিনী হাজার বছর ধরে ,ভালোবাসার
গান শোনাবে প্রাচীণ কোনো সুরে।
২৬.তুমি আমার কাছে পৃথিবীর সেরা উপহার যার চোখ দেখলেই
হারিয়ে যাই অদ্ভুত এক মায়ায়।
২৭.ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে।
২৮. যদি তুমি একবার বলো “I LOVE YOU” আমি দুনিয়া উলট পালট করে দিবো।
২৯. তোমার মিস্টি হাসিটুকু দেখলেই আমি আমার সকল দুঃখ ভুলে যাই ।
৩০.তোমার কন্ঠ খোদার এক অমূল্য দান
যা না শুনলে আমার বাঁচে না প্রান ।
৩১. একবার জড়িয়ে ধরে বলো ,আমি শুধু তোমার, শুধু তোমার
৩২.তুমি আমার শখের নারী ,যার জন্য সব করতে পারি।
৩৩. কি যাদু করিলা প্রিয় ,নিঃশ্বাসে নিঃশ্বাসে তোমার কথাই ভাবি সারাক্ষন ।
৩৪. তোমায় প্রথম যেদিন দেখেছি ,মনে আপন বেধেছি
৩৫.ওই বেনী খুলে এলো চুলে আসো যখন দেখি,
এই পরান জুরে ডাইকা চলে বাকবাকুম পাখি।
৩৬.কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারনে,
ভালো বাইসো বাইসো রে বন্ধু আমায় যতনে।
৩৭.আলিঙ্গনে ভালোবাসার মোহ জেগে ওঠে
সেই মোহতে ডুবলে পরে পাইনা তীর খুঁজে।
৩৮.একটু আড়াল হলেই কেন মনে খোরাক জাগে?
তোমার সঙ্গ পেলেই কেন দেহ শিউরে ওঠে?
৩৯.এই মনের ঘরে এসো
এই বুকেরই বাঁ-পাশেতে তোমার নামই জপে।
৪০.এ গা ছুঁয়ে বলো, ছেড়ে যাবে না কখনো
তোমার মতো কে আছে বলো।
৪১.পাল ছাড়া নাওয়ের বুকে
ঢেউয়ে ঢেউয়ে খেলা করে
আকাশটাও দেখে তোমার আমার খুনসুটি।
৪২.মিলন যদি না হয় এই জীবনে মোদের, জনম নিয়ে আসব মোরা, প্রেম নদিয়ায় ফের।
৪৩.কতক্ষন এমনভাবে, খেলবে তুমি লুকোচুরি। এসো না পাশে আমার, সয়না যে আর দেরি।
৪৪.বন্ধু অনেক পাওয়া যায়, সাথী হয় কজন… বাসতে পারে ভালো সবাই, দিতে পারে না মন…
৪৫.রাগ করলে আমার উপর, যাবো আমি কোথায়। তুমি যে মোর সবকিছু, এবার ক্ষমা করো আমায়।
৪৬.প্রেম নদিয়ায় কৃষ্ণ যেমন রাধার সাথে করতো লীলা। আমায় তুমি কৃষ্ণ ভেবে রাধা হয়ে পরাও মালা।
৪৭.তোমার কাছে গিয়েছিলাম, নিয়ে বড়ো আশা। যদি পাই তোমার, একটু হৃদয়ের ভালোবাসা।
৪৮.রাগ করে যেও না, আমার প্রাণেশ্বরী। কান আমি ধরেছি, আর হবে না দেরি।
৪৯.অনেক দিন হয়ে গেল, দেখি না তোমার মিষ্টি মুখ। একটু তোমায় দেখলে আমার, মনে আসে স্বর্গ সুখ।
৫০.সুর হারা বাঁশি, বাজে না তো আর। সাথী বিনা এ জীবন, শূন্য আমার…
৫১.ফুলেতে যদি না থাকে গন্ধ আর মধু, কিবা তবে লাভ বলো রূপের পাপড়ি নিয়ে শুধু।
৫২.চিরটা কাল থেকো আমার, এমন করে কাছে। ডাকলে যেন কাছে এসো, আমায় ভালোবেসে।
৫৩.প্রেমের ভাষা যায় না বোঝা, যদি না প্রেমে পরো। জানতে যদি চাও ওগো, প্রেম সাগরে ডুবে মরো…
৫৪.মাঠে ঘাটে চুপিচুপি আর ভালো লাগে না। ফুলশয্যা কবে হবে, সেটা বলো না…
৫৫.প্রেমের সাথী চির সাথী, থাকে চিরকাল। সাদা নয় প্রেমের রং, রং যে তার লাল…
৫৬.ফুল ফুটেছে কত জানি, তোমার ওই হাসিতে। কত প্রেমিকই না মরেছে, ওই পাগল করা রূপেতে…
৫৭.প্রেমের জ্বালা বোরো জ্বালা, জ্বলে হৃদয়ে আগুন। মেটে না তো সে জ্বালা, আসুক যত ফাগুন…
৫৮.রাগ করোনা রাধিকা, তোমায় বড়ো ভালোবাসি। তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি।
৫৯.রাগলে তোমার মুখখানা, হয়ে যায় সিঁদুর রাঙা। কিসে তোমার রাগ কমে, নেই গো আমার জানা।
৬০.তোমার চুরির রিনিঝিনি, পায়েল বাজে পায়। তোমার রূপের ছটায় আমার নয়ন পুড়ে যায়।
৬১.কথা দিয়ে কথা রাখো না, এটাই তোমার স্বভাব। আসলে তোমার মধ্যে সত্যি প্রেমের অভাব।
৬২.সা — রে — গা — মা — তুমি আমার প্রিয়তমা। পা — ধা — নি — সা — তুমি আমার মোনালিসা।
৬৩.এ মিলন রাত শুধু তোমার আমার, বসন্ত বাতাস আজ খুলে দেবে হৃদয়ের দ্বার। তুমি আর আমি শুধু রবো কাছাকাছি, হৃদয়ের কথা হবে বসে পাশাপাশি।
৬৪.কথায় কথায় লিখে যাই, তোমায় নিয়ে কবিতা। মাটি দিয়ে নয়, হৃদয়ে গড়বো প্রেমের কবিতা।
৬৫.কাছে এসো প্রিয়, যেও না দূরে চলে। এ প্রাণ রবে না আর তোমাকে হারালে।
৬৬.তোমায় দেখে জানলাম, প্রেমের মানে কি। এ মন থাকে না মনে, সদায় রয় উদাসীন…
৬৭.দেখেছি তোমায় ওগো এ নয়নে আমার, হলো না কিছুই বলা, ছিল অনেক কিছুই বলার…
৬৮.কি করে বলবো মুখে, তোমায় ভালোবাসি। বুঝে কি পারো না নিতে, দেখে মুখের হাঁসি…
৬৯.কতো রাত জেগেছি তোমার কথা ভেবে। কবে আমায় তুমি আপন করে নেবে…??
৭০.খেলার সাথী ছিলে তুমি, হও না জীবন সাথী। কতদিন এমনভাবে থাকবো একাকী…?
৭১.আজ এই সময় থাকবে আমার মনে। তোমার আমার মিল হলো, এই শুভ দিনে।
৭২.যেদিন প্রথম দেখেছি আমি, সেইদিন ভালোবেসে ফেলেছি। স্বপন চারিণী নাম সেই থেকে, তোমারেই দিয়েছি।
৭৩.এসেছ যখন আর যেও না চলে। একা আমি ওগো প্রিয়া, যেওনা আমারে ফেলে…
৭৪.গগনে ওঠেনি রবি, ওঠেনি পাখির কলতান। কাছে এসো প্রিয়তমা, শোনাবো তোমায় প্রেম গান।
৭৫.প্রেম স্বর্গের পরিজাত সেই ফুল দুটি। ঐ ফুল দুটি ঝরবে না তো, থাকবে সদাই ফুটি…
৭৬.বাসর সজ্জা পাতিয়াছি আমি, বাতায়নে চেয়ে রই। মনে আশা লয়ে যদি প্রিয়া মোর তোমারে দেখিতে পাই।
৭৭.দিয়ে আমায় উপহার, মন করলে জয়। জানতে যদি পায় বাবা, তাই তো করছি ভয়…
৭৮.আমায় তুমি কোনো দিন ভুলে যেও না। আর যদি ভুলে যাও, প্রাণে বাঁচবো না…
৭৯.রাত্রির প্রদীপ সম জেগে রব বাসরে, তুমি-আমি ছাড়া কেউ রবে না সে আসরে। হাতে হাত মুখে
৮০.ফুটেছে মহুয়া ফুল, ভেসে আসে গন্ধ। তোমার প্রেমেতে আমি হয়েছি যে অন্ধ।
৮১.কাছে যদি না আসো, প্রানের কথা বোঝাই কেমন করে। আমার ভালোবাসা যত, রেখেছি তোমার তরে।
৮২.মুখে সেই ভাষা, ওগো হৃদয়ের রানী এই তো মোর আশা।
৮৩.প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা। প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।
৮৪.গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর। এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।
৮৫.তোমার মতো পেতাম যদি আমি জীবনসাথী, আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী।
৮৬.গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা। তোমার কথা মনে পরলে মনে লাগে ব্যাথা।
৮৭.প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা। কেউ থাকে না এই সাম্রাজ্যে মোরা দুজন একা।
৮৮.আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক। তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।
৮৯.মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ। তাই না দেখে এ মন আমার দিয়েছে প্রেমে ডুব।
৯০.প্রথম দেখার দিনগুলো রয়েছে আমার অন্তরে। লজ্জা জড়ানো কথা তোমার, এখনো বাজে কর্ণকুহ্বরে।
৯১.সুন্দরী গো- রূপ যে তোমার অপরুপা, ভুলতে পারি না সেই এক পলকের দেখা।
৯২.তোমায় দেখে মনে হয় কত পরিচিতা। জানি না তোমার নাম কি ওগো পরিনিতা।
৯৩.আমার এ ভালোবাসা করো নাকো অবহেলা। আমার হৃদয় নিয়ে করো নাকো খেলা।
৯৪.তোমায় আমি দেখেছি স্বপ্নে হাজার বার। কখনো তো ভাবিনি তুমি হবে যে আমার।
৯৫.আমি যে পাগল, প্রিয় তোমার আশায়, এসো প্রাণসখী মোর আঙিনায়। প্রেমের প্রদীপ জ্বেলে করিব আরতি, এসো প্রাণ প্রিয় শুধু একটাই মিনতি।
৯৬.পথে-ঘাটে পুকুরপারে অনেক মেয়ে দেখেছি। দেখিনি তোমার মতো, তাই ভালোবেসে ফেলেছি।
৯৭.গাছের ডালে বসে কোকিল মাতিয়ে তোলে গানে, তারই সাথে হৃদয় আমার ভোরে গানে গানে। আজকে এই মন মাতানো মধুর সমীরণে, এ লগনে এসো প্রিয়, থাকো আমার মনে…
৯৮.দু চোখ ভোরে দেখি শুধু তোমার সুন্দর মুখখানা। পাগল হয়ে দেখে আঁখি, পলক আর পরে না।
৯৯.তোমার দুটি ডাগর চোখে আমার মনের ছবি। এসো প্রিয়া কাছে এসো, দেখে যাও সবই…
১০০.নিজেকে আড়াল করে রেখো না আর লুকিয়ে, এবারে ধরা দাও আমার এ হৃদয়ে…
১০১.মুখটি তোমার ফুলের মতোন, চাঁদের মতোন হাঁসি। সেই কারণে ওগো প্রিয়া, তোমায় ভালোবাসি…
১০২.তোমার আমার প্রেম ফুলের সৌরভ ছড়াবে। আমাদের প্রেম ওগো, সুরের জাল বুনবে।