আযাদ কামাল
রক্ত-শপথে নির্ণীত অ,আ,ক,খ…
আমার প্রিয় বর্ণমালা
আমার ভাষা-চেতনার ভেতর বাহিরে
নতুনের প্রেরণা।
কী যে দ্যুতিময়!কী যে প্রাণময়!
ভাষাশহিদের ভাষা প্রণয়।
বর্ণবিভায় বিমোহিত বিশ্ববাঙালি
আমার ভাষায় নির্ভয়ে কথা বলে
যে ভাষা প্রাণেরও অধিক।
ঐ তো শিমুলের রঙ
ঐ তো পলাশের রঙ
শ্রদ্ধায় ছুঁয়ে যায় বর্ণমালা
অবারিত সবুজ হেসে ওঠে দুর্ণিবার
এ আমার বাঙলা,বাঙালির চেতনা।
ভাষাসৈনিক ছালাম,সফিক,রফিক আর
বরকতেরই রক্তে…
এ যে নয় শুধু অম্লান,
এ যে আমার স্বাধীনতার প্রাণ।
সাধারণ গ্রন্থাগার,নিরালা মোড়, টাঙ্গাইল ।