বাবা,
তুমি জন্মদাতা,
ভোলা যাবেনা তোমার কথা।
বাবা,
তোমার কাছেই হাঁটতে শিখি,
শিখি চলা-বলা,
সারাটি দিন কাটতো আমার,
জড়িয়ে তোমার গলা।
বাবা,
শ্রদ্ধা তুমি,তুমি ভালবাসা
জীবন যুদ্ধে তুমি অঙ্গিকার,
সাহস তুমি, তুমি শক্তি
তুমি রাহাবার পথ চলার।
বাবা,
সারা জীবন কষ্ট করো
আমাদেরই সুখের তরে,
আমরা জর্জরিত এই ঋণের
পাহাড় সমান ভরে।
বাবা,
আমরা কি শোদিতে পারবো
তোমার যত ঋণ,
কথা দিলাম বাবা তোমায়
ভালোবাসবো চিরদিন ।
বাবা,
ভালবাসি শুধুই ভালবাসি,
বাবা তোমাকে বড়ই ভালবাসি,
তোমাকে বাবা, তোমাকেই ভালবাসি।