তানভীর আহমেদ তপু
হয়নি বলা কিছু কথা বাবা,
হয়নি বলা ভালোবাসি।
বাবা তুমি মানুষ নও!
তুমি আমার জীবন ডায়েরির পাতায় রটানো অসংখ্য ভালোবাসায় জড়ানো মহান মানব।
কাব্য তে তোমার হয়না তুলনা,
পায়না প্রকাশ সব কথা।
তবুও তোমায় ভালোবাসি বাবা অসংখ্য না বলা ভাষায়।
তুমি বাবা নিজের স্বপ্ন বিফলে দিয়ে,
থেকেছো রোজ আমারি পাশে।
তোমার মতো বন্ধু নেই কেউ,
তোমায় ভালোবাসি বাবা আমার দীর্ঘ প্রশ্বাসে।
তোমার চাওয়ার মতো হতে পারিনি বাবা,
চলেছি তোমার বারণে।
তবুও বাবা তুমি থেকেছো পাশে,কারনে অকারণে।
খারাপে তুমি দিয়েছো বাধা,
পাশে থেকেছো সব বিপদে।
তোমার ঋণ শোধ হবে না কভু অপরও জনমে।
বাবা তোমায় হয়নি বলা ভালোবাসি,
শুধুই ভালোবাসি কারনে অকারনে।
চরফ্যাশন, ভোলা।