আবু সায়েম চৌধুরী
বাবা মানে-
মাথার উপর বট গাছের ছায়া,
বাবা মানে-
ভালোবাসার এক অদ্ভুত মায়া।
বাবা মানে-
বাবার কাছে হাজারো আবদার,
বাবা মানে-
যার মাথার উপর বিশাল দায়িত্বের ভার।
বাবা মানে-
মাথার ঘাম পায়ে ফেলে সন্তানের সুখের জন্য কাজ করে যাওয়া,
বাবা মানে-
শত কষ্টের মাঝেও বাবার হাসি মুখ খানা
দেখতে পাওয়া।
বাবা মানে-
তাঁর কোনো কষ্ট কাউকে বুঝতে না দেওয়া,
বাবা মানে-
পরিবারের সবার কখন কি লাগবে না বলতেই বুঝে নেওয়া।
বাবা মানে-
কাঁধে দায়িত্বের ভারী বুঝা নিয়েও মুখে হাসি,
বাবা মানে-
সেই ব্যক্তি যাকে মুখ ফুটে কখনো বলা হয়নি
তাঁকে কতটা ভালোবাসি।