তপন মাইতি
মাথার ওপর দিয়ে চলে গেল কীভাবে দিনগুলো…
সূর্য ওঠা ডোবার মাঝখানে কী ঘটেছে কে বলবে?
যেভাবে মানুষের প্রচণ্ড দুঃখ হয় হৃদয় ভাঙলে
নিজের মানুষ ফিরে থাকে আর নিজের ঘরে থাকে না!
যদিওবা এ শহর বিশ্বস্ত সদর নির্দয় ভাঙে
তবুও জটিল মনের কাঁটাতারের বেড়া ভাঙে না
তবুও কী মনে পড়ে না সেই নীল দোল পূর্ণিমার রাত?
তবুও কী ভিজে ওঠো না ফাগুন বেলার মুহুর্ত?
মাথার ওপর দিয়ে হেঁটে গেল কীভাবে রাতগুলো…
জেনেছি তিরিশ বছর পর ভেসে ওঠা চতুর্দশী
একজীবনের নির্জলা উপবাস রেখে গেলাম ঘরে
এরচেয়ে ঢের বেশি নীল রেখে যেতে পারে অনেকেই
আমি সোনালী ধান ক্ষেতের সব কাজ শেষে চলে গেলাম
বাসন্তিকা, বলে গেছি পৃথিবীকে ভাল রেখ
সুখে থেকো,ভাল থেকো,একবুক ভালবাসা নিয়ে
শুধু তোমার জন্য একজীবনের সব রাত ঘুঁচে যাবে।