কবিতাপ্রথম পাতাবিজয় দিবসের কবিতাসর্বশেষ

বিজয় উল্লাস

অশোক কুমার পাইক

কত রক্তের বিনিময়ে বাংলাদেশ পেলাম
হে বীর শহীদেরা নাও আমাদের সেলাম,
একাত্তরে ভয়াবহ সেই পাক তান্ডব লীলা
মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি ঢিলা l

অতর্কিত পাকবাহিনী বাংলাদেশে ঢোকে
সুসজ্জিত অস্ত্রশস্ত্র, রূদ্র অগ্নিশর্মা চোখে,
মৃত্যুর পরোয়না হাতে বাংলাদেশের মানুষ
ত্রস্ত দিশিহারা, তবুও হারায়নি তাদের হুঁস l

তুমুল যুদ্ধ ঘটে নয়মাস পাকবাহিনীর সাথে
ভারত বাংলার মিলিত উদ্দীপনা এক হাতে,
লাল রক্তে ভিজে গেল বাংলাদেশের মাটি
কত’না বীর শহীদ হলো স্বদেশ ভক্তি খাঁটি l

বেইমান বিশ্বাসঘাতক হিংস্র পাকহানাদার
কত’না ভাইয়ের প্রাণ নিয়েছে শান্ত বাংলার,
নারীর ইজ্জৎ লুঠ করেছে ধূর্ত পাকবাহিনী
ইঁটের পাঁজরে লেখা আছে বীভৎস কাহিনী !

স্বদেশ প্রেমে মৃত্যুর মালা গলায় পরে সেদিন
পাকবাহিনীর পরাজয়ে করেছে দেশ স্বাধীন,
‘ষোলোই ডিসেম্বর’ মুক্তির বিজয় নিশান তুলে
জনতা বিজয় উল্লাসে মাতে দুঃখ যত  ভুলে l

 

দক্ষিণ ২৮ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত ।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]