বিজয় দিবসের কবিতা- অখন্ড সত্য
১৯৭১ সালের ইতিহাস স্বাক্ষী
আজ বিজয় দিবস।
৩০ লাখ শহীদের আত্মা স্বাক্ষী
আজ বিজয় দিবস।
২ লাখ মা বোনের সম্ভ্রম স্বাক্ষী
আজ বিজয় দিবস।
সাড়ে সাত কোটি জনগণ স্বাক্ষী
আজ বিজয় দিবস।
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান স্বাক্ষী
আজ বিজয় দিবস।
পাকিস্তানের আত্মসমর্পণের দলিল স্বাক্ষী
আজ বিজয় দিবস।
আজ আমি ” বাংলাদেশ ” শব্দটি ব্যবহার করছি
কারণ – আজ বিজয় দিবস
হ্যাঁ – বীর বাঙালির আজ বিজয় দিবস।
৫২ থেকে ৬৬, ৬৬ থেকে ৬৯, ৭০ ও ১৯৭১ এর
মহান মুক্তিযুদ্ধ স্বাক্ষী – আজ বিজয় দিবস।
শৌর্য-ত্যাগ ও সংগ্রামে…
মুক্তিযোদ্ধাদের বীরত্বে স্বাধীন এ দেশ
আমার প্রাণের বাংলাদেশ।
বাংলা-বাঙালি-বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাসে,
বাঙালির সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইতিহাসে,
সেই গৌরবময় দিন এই বিজয় দিবস –
১৬ই ডিসেম্বর ১৯৭১
উদ্দীপ্ত চেতনাবোধে…
শাণিত দেশপ্রেমে…
দ্ব্যর্থহীন কন্ঠে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আবারো বলছি-
আজ মহান বিজয় দিবস।