লাল সবুজের প্রচ্ছদ
বিজয় দিবসের কবিতা – মাহফুজ সুমন
বিজয়ের কথা বলতে গেলেই নিস্তব্ধ হয় হিয়ার পানসি ,
মনে করে দেয় ..
সেই ছেঁড়াখোড়া অবহেলিত মানচিত্রের কথা,
মাটিতে মিশে যাওয়া হাড়গোড় রক্তমাংসের পাণ্ডুলিপি বিরহব্যাথা,
যেখানে মৃত্যের হাহাকারের শব্দ বাতাসে ভেসে বেড়ায়,
বসনহীন বুভুক্ষুর আর্তনাদ,
কুমারীর জঠরে কাক শকুনের রক্তের দাগ,
কঁচি ভ্রুনের আত্মচিৎকার।
শাড়ির আঁচল কামড়ানো মা বোনের বোবাকান্না,
নব বধূর হাতের নিশ্চিহ্ন মেহেদী; বিধবার বেশ,
বেওয়ারিশ পঁচা গলা লাশে পোকা মাকড়ের কামড়,
পরে থাকা কাটা হাত পা, দেহাবশেষ,
মিশে যাওয়া গন কবরের বধ্য ভুমি,
মাটির আস্তরে মিশে যাওয়া বিধ্বস্ত হাড়গোড়, কঙ্কাল।
কিভাবে উচ্চারিত করি বিজয় শব্দমালা ..
যেখানে জীবন উৎসর্গের কুজকাওয়াজের ধ্বনি,
ঘুম ভাঙ্গানো খটখট বুটের শব্দ,
যুদ্ধ যন্ত্রের মর্মান্তিক ডামাডোল,
যেখানে বুলেটের ঠোঁটে শিশু কিশোর, বুদ্ধিজীবী বুদ্ধিমত্তার মগজ ;
জমাট বাঁধা রক্ত।
লাল সবুজে লালিত হয়,
আঁচল নেচড়ে যাওয়া বিমর্ষ মা বোন,
মায়ের কথা বলার সাধ, অধিকার,
শোষক শোষিতের পদাঙ্ক,
দেশ ত্যাগের বাধ্য বাধকতা,
জেল হাজতের শোকার্ত শোক,
লাল সবুজের একটা প্রচ্ছদ; বিজয়।