কবিতাপ্রথম পাতাবিজয় দিবসের কবিতাসর্বশেষ

ষোলোই ডিসেম্বর

বদ্রীনাথ পাল

স্বাধীনতা নয় সহজ সরল কথা-
পিছনেতে তার রয়েছে যে ইতিহাস,
স্মরণে জাগায় মর্মে  মর্মব্যথা-
কতো না দুঃখ, কতো না দীর্ঘশ্বাস।
সন্তান হারা হয়েছে যে কতো পিতা-
স্বামী হারা কতো হয়েছে নারীর দল,
অকালে হয়েছে কতো যে কবর, চিতা-
কে বা জানে কতো ঝরেছে চোখের জল ?
রক্তে ভেসেছে এই বাংলার মাটি-
পুড়ে ছাই কতো হয়েছে সুখের ঘর,
এই বাংলা  তবু দূর্জয় ঘাঁটি-
এসেছে তবুও “ষোলোই ডিসেম্বর”!
বাঙালি দেখালো সাহস যদিবা থাকে-
চিতিয়ে লড়াই করা যায় যদি বুক,
মুক্ত করা যাবেই যাবে যে মা-কে
স্বাধীন সূর্য আনবেই হাসিমুখ !!
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]