” ১৯৭১ এর স্মৃতি “
বিজয় দিবসের কবিতা – গোলাম কবির
যুদ্ধে যুদ্ধে বিজয় যখন এসেছিলো
আমি তখন ছোট্ট একদম,
হবো হয়তো বা ছয় বছরের শিশু।
দেখলাম কতো কিছু ঐ বয়সেই,
কর্ণফুলি নদীতে প্রতিদিনই কতো লাশ
যে ভেসে যেতে দেখেছি উদাম শরীরের
নারী, পুরুষ, শিশু আবার কখনো গলিতপ্রায় পচা লাশ! মনে পড়ে
মাঝে মাঝে নদীতে নৌকায় মুক্তিবাহিনীকে
উৎসাহ যোগানোর জন্য মাইকে
শুনতে পেতাম ” জয় বাংলা, বাংলার জয় “,
” তীর হারা এই ঢেউ এর সাগর পাড়ি দেব রে ” সহ আরো কতো কতো রক্তে
আগুন ধরানো গান!
আমি তখন মনে করতাম হয়তোবা
প্রেসিডেন্ট ইয়াহিয়াই এতো রক্তপাত,
এতো আগুনে ঝলসে যাওয়া বাড়ি ঘর, লোকালয়, হাট বাজার ইত্যাদির জন্য দায়ী।
তাই লোকটার প্রতি প্রচণ্ড ঘৃণা নিয়ে
খেলাচ্ছলে কখনো কোন লাল পিঁপড়েকে
ধরে বন্দী করতাম ছোট সাদা শিশিতে
আবার কখনোবা ঘরে এসে পড়া
কোন ফড়িং এর ডানা ছিঁড়ে মনে মনে
ইয়াহিয়াকে হত্যা করার মজা নিতাম!
এসব কথা মনে পড়লে আমার এখন
কষ্ট পায় ঐ পিঁপড়া আর ফড়িং দের জন্য, কতো বোকাই না ছিলাম তখন!
এখনো আমার মনে গোপন কষ্ট আছে
নিজে মুক্তিযোদ্ধা হতে পারিনি বলে,
যা এই একজীবনে দুর হবে না কোনদিনই!