অশোক কুমার পাইক
কত রক্তের বিনিময়ে বাংলাদেশ পেলাম
হে বীর শহীদেরা নাও আমাদের সেলাম,
একাত্তরে ভয়াবহ সেই পাক তান্ডব লীলা
মুক্তিযুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রাম হয়নি ঢিলা l
অতর্কিত পাকবাহিনী বাংলাদেশে ঢোকে
সুসজ্জিত অস্ত্রশস্ত্র, রূদ্র অগ্নিশর্মা চোখে,
মৃত্যুর পরোয়না হাতে বাংলাদেশের মানুষ
ত্রস্ত দিশিহারা, তবুও হারায়নি তাদের হুঁস l
তুমুল যুদ্ধ ঘটে নয়মাস পাকবাহিনীর সাথে
ভারত বাংলার মিলিত উদ্দীপনা এক হাতে,
লাল রক্তে ভিজে গেল বাংলাদেশের মাটি
কত’না বীর শহীদ হলো স্বদেশ ভক্তি খাঁটি l
বেইমান বিশ্বাসঘাতক হিংস্র পাকহানাদার
কত’না ভাইয়ের প্রাণ নিয়েছে শান্ত বাংলার,
নারীর ইজ্জৎ লুঠ করেছে ধূর্ত পাকবাহিনী
ইঁটের পাঁজরে লেখা আছে বীভৎস কাহিনী !
স্বদেশ প্রেমে মৃত্যুর মালা গলায় পরে সেদিন
পাকবাহিনীর পরাজয়ে করেছে দেশ স্বাধীন,
‘ষোলোই ডিসেম্বর’ মুক্তির বিজয় নিশান তুলে
জনতা বিজয় উল্লাসে মাতে দুঃখ যত ভুলে l
দক্ষিণ ২৮ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারত ।