|বিপুল কুমার ঘোষ
তোমার উদয় ধূমকেতু যে
কাব্যাকাশে ভাসে,
রক্তলেখায় লেখা সে নাম
বাংলার ইতিহাসে ।
অগ্নিবীণার ঝঙ্কার তুলে
জাগালে দেশবাসী,
শিকলভাঙার গানে ফুটলো
বন্দির মুখে হাসি ।
গঙ্গাপারের মাটি ছুঁয়ে
শেষে তোমার বিদায়,
পদ্মার ঢেউয়ে শূন্য হৃদয়
হয়ে গেলো বাংলায় ।
তোমার আসার পথটি চেয়ে
আছে দখিন বাতাস,
মউলবনে নিঃশ্বাস ফেলে
নিশিভোরের আকাশ ।
শ্রান্ত হয়ে ঘুমিয়ে গেছো
হে বিদ্রোহী বুলবুল!
জাতের নামে বজ্জাতি শেষ
হয় নি আজও নজরুল ।।
নদীয়া পশ্চিমবঙ্গ,ভারত ।