| হাসিবুর রহমান ভাসানী
আমি মুক্ত,বাঁধাহীন
অথবা
স্বাধীনতার নির্লিপ্ত সুখে জর্জরিত;
তবুও
আমার কন্ঠে মুক্তির শ্লোগান;
নিঃশ্বাসে বাঁচার আকুতি।
ঊর্ধ্বশ্বাসে পালানো জংলী প্রাণীর মতো
আমার দু পায়েও ভীষণ শক্তি।
কিন্তু আমি ছুটতে পারিনা,
আটকে যাই প্রতিটা পরতে।
আমার অভাব আছে,
ক্ষুধা আছে,
অভিনয়ও আছে।
ভদ্রপল্লীর জল গায়ে মাখায়,
রোজ নিয়ম করে জিতিয়ে দিতে হয়
আমার অভিনয় সত্তাকে।
আহারের যন্ত্রণা ছাপিয়েও আমি হয়ে উঠি
ফ্রিম্যান কিংবা ডিক্যাপ্রিও।
অভিমানী পাকস্থলীর তলায়
একমুঠো ভাতের জোগান দেইনি বলে,
সে নিয়ত অনশন করে।
গিলে খায় আমার লালিত স্বপ্নকে।
আমার অর্ধেক জীবন কাটে
বেকারত্বের অভিশাপে;
আর
বাকিটা মানুষ হয়ে জন্মানোর প্রায়শ্চিত্তে।