বিপ্লবী সত্তা 

বিপ্লবী সত্তা 

 | হাসিবুর রহমান ভাসানী

 

আমি মুক্ত,বাঁধাহীন  

অথবা  

স্বাধীনতার নির্লিপ্ত সুখে জর্জরিত;

 তবুও

  আমার কন্ঠে মুক্তির শ্লোগান;

  নিঃশ্বাসে বাঁচার আকুতি।

ঊর্ধ্বশ্বাসে পালানো জংলী প্রাণীর মতো 

আমার দু পায়েও ভীষণ শক্তি।

 কিন্তু আমি ছুটতে পারিনা, 

আটকে যাই প্রতিটা পরতে।

 

আমার অভাব আছে, 

ক্ষুধা আছে,  

অভিনয়ও আছে।

ভদ্রপল্লীর জল গায়ে মাখায়, 

রোজ নিয়ম করে জিতিয়ে দিতে হয় 

আমার অভিনয় সত্তাকে।

আহারের যন্ত্রণা ছাপিয়েও আমি হয়ে উঠি     

ফ্রিম্যান কিংবা ডিক্যাপ্রিও।

 

অভিমানী পাকস্থলীর তলায় 

একমুঠো ভাতের জোগান দেইনি বলে,

সে নিয়ত অনশন করে। 

গিলে খায় আমার লালিত স্বপ্নকে।

 

আমার অর্ধেক জীবন কাটে  

বেকারত্বের অভিশাপে;

আর 

বাকিটা মানুষ হয়ে জন্মানোর প্রায়শ্চিত্তে।

 

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কবিতা - "কালোবতী"  | মেহেদী হাসান | সাপ্তাহিক স্রোত-১১

কবিতা – “কালোবতী” | মেহেদী হাসান | সাপ্তাহিক স্রোত-১১

|’মেহেদী হাসান‘   বেশ ক’দিন, মেয়েটি অবসন্নতায় নিঃশ্বাসরূদ্ধ- তাহার কোনো আওয়াজ নেই, সে কেঁদে কেঁদে চোখে পানি তোলে, চোখে তাহার নীলছে পানির সমুদ্র। বাহিরের আকাশে ...
অণুগল্প-  প্রাচীর

অণুগল্প- প্রাচীর

আনোয়ার রশীদ সাগর  তহমিনা স্নান সেরে বাইরে টাঙানো তারের উপর শাড়ি,ব্লাউজ ও পেটিকোর্ট নেড়ে দিচ্ছে। একতলা ঘরের ছাদে বসে দেখছে শফিক আহমেদ। শীতের মিষ্টি রোদের ...
ভোলা বরিশাল সেতু; কবে নির্মাণ হবে?

ভোলা বরিশাল সেতু; কবে নির্মাণ হবে?

স্ট্যান্ডার্ড বাংলাদেশ ডেস্ক সম্ভাবনার হাতছানি দ্বীপ জেলা ভোলায়। এখন পর্যন্ত দেশের মূল ভূখন্ডের সাথে সড়ক যোগে বিচ্ছিন্ন দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। দক্ষিণের এই জেলাটি ...
ভিন্টেজ রেডিও

ভিন্টেজ রেডিও

আশিক মাহমুদ রিয়াদ গলির মাথায় তিনতলা বাড়ি! আকাশ থেকে নেমে আসা মেঘের ফালি। শহরের রাস্তাগুলোতে অন্ধকার কান্না করতে পারে না। ভেজা রাস্তায় স্ট্রিট লাইটের আলোয় ...
সাপ্তাহিক স্রোত - ২০ তম সংখ্যা

সাপ্তাহিক স্রোত – ২০ তম সংখ্যা

পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে
  এক রুপোলি সন্ধ্যায় - মহ. শামীম আফরোজ

  এক রুপোলি সন্ধ্যায় – মহ. শামীম আফরোজ

মহ. শামীম আফরোজ নারিকেলের ওই পাতার পরে, দুগ্ধ-জোৎস্না যেন পড়ে ঝরে, জোয়ারে ভেসেছে শশী উপচে পড়া যৌবনে l দিগন্তের ওই বনরাজি, উঠিয়াছে আজি সাজি সাজি, ...