পাহাড়িয়া
বিরহের কবিতা – নিবেদিতা চট্টোপাধ্যায়
খেলা শেষ করে বসে আছি,
পাহাড়ের ছায়ায়
তোমার পৃথিবী থেকে অনেক দূরে
লেকের জলে পড়ে আছে
রোদের নেকলেস..
জানালায় নৈঃশব্দ্যের তর্জনী
শুনছো.. আমাকে শুনছো তুমি..
অনেক দূর থেকে
ভেসে আসছি আমি..
আমার একহাতে এক মাঠ শূন্যতা
অন্যহাতে এক পাহাড় স্বপ্নলিপি