ড. মহীতোষ গায়েন এর দুটি কবিতা
দূরত্ব
দূরত্ব তৈরি হচ্ছে,হাওয়া জানান দিচ্ছে তা,
পাতায়-পাতায়,ডালে-ডালে…
জলের শব্দ শুনতে শুনতে জলে ভাসছে
চোখ,মুখ,হাত,পা,হৃদয়।
একটা একটা শব্দ,অভিব্যক্তি বলে দিচ্ছে
দূরত্ব আসন্ন,সাবধান হও…
এতদিন সমস্ত সত্তা উজাড় করে দিয়েছো
এবার দু’পা পিছিয়ে এসো।
এক পা এগোল দু’পা পিছোতে হয়,এই সত্য
যারা জেনে গেছে,মঙ্গল…
যারা জানেনি,জেনে বোঝেনি,তাদের আসন
পিছনের দিকে চলে যাবে।
একবার যদি তোমাকে কেউ বুঝে যায় তুমি
এগোতে চাও,টান পড়বে…
এমন টান পড়বে সুতো ছিঁড়ে যাবে,বিকল্পের
খোঁজে গেলেও পথে কাঁটা।
দূরত্ব তৈরি হয়েছে,একথা আকাশ জেনেছে,
বাতাস জেনেছে,নগর জেনেছে,
ভয়ংকর বিস্ফোরণ হবে,আকাশবাণী হচ্ছে…
কেউ রেহাই পাবে না,সাবধান!
জগদ্ধাত্রী
তুমি মহাশক্তি জগতের ধাত্রী
দূর করো বিপদ অশুভ রাত্রি,
তুমিই সক্রিয় অসুর বিনাশে-
তোমায় মানুষ তাই ভালোবাসে।
সংকট দূর করো,এনে দাও সুখ
সুসময় ফিরে পাক অসহায় মুখ,
দীনদুঃখী মানুষ ফিরে পাক সব
মহাবিপর্যয়ে তাই ওঠে জনরব।
মানুষ ফিরে পাক সব আশা ভাষা
বাঁচুক গরীব,দুঃখী,পরিযায়ী,চাষা;
জগতের ধাত্রী আনো মুক্তি-আলো
বিপদ মুক্ত করো সবার হোক ভালো।
অধ্যাপক,সিটি কলেজ ,কলকাতা ,ভারত ।