ব্যবধান | আশিকুর রহমান বিশ্বাস
| আশিকুর রহমান বিশ্বাস
তখন আমন ধানের মতো ঘ্রাণ তার চুলে।
শুনেছিলাম, কাকের ডাক তবু
আহা কী মধুর!
এলো সে ক্ষীণপদে হেঁটে
যেনবা এক হাজার বছরের রাজনৈতিক কেউ দাঁড়িয়ে
এই আমারই সম্মুখে।
বলল, কে তুমি?
আরও বছর বিশেক পর আবার দেখা হলে
দেখলাম, শ্যামার ফুলের মতো কিছু কেশ উঁকি দিয়ে দাঁড়িয়ে
বয়সিনী কোনো এক বাঙালি নারীর প্রতিচ্ছবি যেন।
আমি বললাম, কে তুমি?
ঠিক বছর বিশ আগে তার মতো করেই।
এখন আমনের ক্ষেতে থোক থোক রক্ত
গলিত গন্ধ ভেসে এসে তাড়া করে আমাকে
যেন কোনো এক কুমারী মেয়ের মরা দেহ থেকে।