বিশ শব্দের গল্প

বিশ শব্দের গল্প

 লুনা রাহনুমা

(এক) 

দূরত্ব বাড়ে – ছেলেটা অপেক্ষায় থাকে, মেয়েটার অভিমান কমুক। দূরত্ব বাড়ে – মেয়েটা প্রেমিকের উপেক্ষা সইতে না পেরে মানসিক ভারসাম্যহীন।

(দুই)

মানুষ সাফল্যের পেছনে দৌড়ে শরীরের-আরাম, শিশুর-শৈশব, সংসারের-খুনসুটি, আত্মীয়-পরিজনদের সান্নিধ্য – সবকিছু থেকে বঞ্চিত হয়ে উপলব্ধি করে- এতকিছুর প্রয়োজন ছিলনা, সত্যি।

(তিন)

এতিমখানায় বাচ্চাদের নিজ হাতে খাইয়ে মন্ত্রী-সাহেব চোখের পানি মোছেন। বাড়ি ফিরে ঘর অপরিষ্কার বলে কষে চড় বসান এতিম জামালের গালে।

(চার)

প্রতিযোগিতায় পুরস্কার না-পেয়ে ফুঁপিয়ে কাঁদে খুকি। সান্তনা দেয়-না মা। বরং, ভবিষ্যতে পুরস্কৃত হতে মেয়ের বুকে আকাঙ্খার আগুন প্রজ্জলিত করে দ্বিগুণ।

(পাঁচ)

একটি ডালে ছয়টি পাখি। তিনটি মনের আনন্দে উড়ে উড়ে গান গায়, বাকিরা মুখ টিপে হাসে। তিনটি পাখি সুখি, তিনটি হিংসুটি।

(ছয়) 

স্বামী-স্ত্রীর যৌথ ফেইসবুক-একাউন্ট। স্ত্রী সস্তিবোধ করেন, স্বামীর পরকীয়া নেই নিশ্চিত। স্বামীটি রাত জাগে মেসেজ দেখার নামে স্ত্রীর সুন্দরী-বান্ধবীদের ছবি ঘেটে।

(সাত)

পরিবারের সবচেয়ে আদরের মেয়েটা গলা খুলে গাইতো। মন খুলে হাসতো। স্টেজে উপস্থাপনা করতে ভালোবাসতো। ভালোবাসার বিয়ে মেয়েটির সব(আত্মবিশ্বাস) কেড়ে নিয়েছে।

(আট)

কর্মজীবী দম্পত্তি। দুইজনই ফুলটাইমার। ঘরের কাজে সাহায্য করতে স্বামীটির পৌরুষে বাঁধে। স্ত্রীর বেতনের পুরোটা বুঝে নেয়া নিজের হক মনে করে।

 (নয়)

আরেকটি মৃত্যুসংবাদ। লোকটি আমার অপরিচিত। স্ক্রল করে আনন্দের সংবাদ খুঁজি। মনে বেঁধে থাকে একটি কাঁটা – আমার মৃত্যুসংবাদেও কী-ই-বা যাবে-আসবে!

(দশ)

ফেইসবুকের পাঠক: গল্পে, কবিতায়, ছবিতে, আঁকায়: ন্যায়-অন্যায় খোঁজে খুব।

উচিত-অনুচিত, ভালো-মন্দের জ্ঞানে টনটনে তাদের মাথা।

বাস্তবের সমাজে এই লোকগুলো কোথায়?

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
এবার শুধুই নাম হোক

এবার শুধুই নাম হোক

এবার শুধুই নাম হোক   মাথার ভিতরে কিছু শব্দ বসে গেছে চুলমুঠি ধরেও কোনো কাজ হচ্ছে কই! শব্দগুলো যেমন ছিল, তেমনই আছে শব্দ শুনেই মাথা ...
অসুখী তুই, আগুনখেকো

অসুখী তুই, আগুনখেকো

অনঞ্জন আগুনখেকো মানুষ দেখে যুঁই তাকে সুগন্ধে ভোলাতে চায় যুঁই-এর সুগন্ধে, নীরব বন্দনায় নেশা লাগে আগুনখেকোর নারকীয় রং দেখায়, ক্ষত দেখায়, চেটে নেয় স্বাদু ফোঁটা, ...
Automobile: All the Stats, Facts, and Data You'll Ever Need to Know

Automobile: All the Stats, Facts, and Data You’ll Ever Need to Know

Cursus iaculis etiam in In nullam donec sem sed consequat scelerisque nibh amet, massa egestas risus, gravida vel amet, imperdiet volutpat rutrum sociis quis velit, ...
যুগান্তরের গল্প

যুগান্তরের গল্প

অরুণ সরকার যুগান্তরের একটি কল্পে যে গল্পটি মুখে মুখে, উচ্চশিরে কইবে কথা যুগের স্রোতে থাকবে সুখে। সে গল্পটি আমার ভাষা, আমার সুরেই বয়। আমার লালে ...
দায়িত্ব

দায়িত্ব

জোবায়ের রাজু সুখবরটা শোনার পর শ্যামা আনন্দে আত্মভোলা। বারবার আমার কাছে তার একই প্রশ্ন-‘ও দাদা, বলনা বাবা দেখতে কেমন? তাঁর গোঁফ আছে? সিগারেট খায়?’ শ্যামার ...
চেয়ার

চেয়ার

সুশান্ত হালদার হাতে বন্দুক নেই যে ডাকাতের মতো লুটে নেবো শহুরে ইজ্জত কবি মানুষ, খালি হাত পা সাম্রাজ্য নাই বলে ভেবো না শব্দকেও গচ্ছিত করেছি ...