সাফিকুল আলাম
আমি ইবাদাতে হয়েছি গাফেল,
কষ্টগুলো আজি বিষাক্ত।
বিষ পান করে নিলেঔ হয়তো,
বিষ হজম করে আমি বেঁচে যাবো।
আমি নিজেই গুনাহগার।
যে নিজেকে রাঙাতে চেয়েছি
গায়ে মেখে তোমার রঙ।
সপ্তম আকাশের উর্ধ্বে লেখা হয় “নিয়তি।
নিজের বিশ্বস্ততার নামে,
আজি আমি বদনাম হতে চাই অবিশ্বস্ততার নামে।
তোমার সুখেরি বিনিময়,
আজি বিষাক্ত কষ্ট রূপে আমি করেছি বিষ পান।
মুসাফির সেজে জীবনের এই পথে পথ ভুলে উঠেছি তোমার গলিতে।
তোমার দৃষ্টির প্রত্যাঘাতে ক্ষত-বিক্ষত হয়ে ভুলে গেছি হাসতে হাসাতে।
উত্তর দিনাজপুর,
পশ্চিমবঙ্গ, ভারত