বিসর্জন

বিসর্জন

জোবায়ের রাজু

আপন গতিতে ট্টেন ছুটে চলছে। আতিক ট্টেনে বসে আছে। সে গ্রামের বাড়ি গৌরীপুর যাবে। আগামী সপ্তাহে আতিকের বড় ভাই শওকতের বিয়ে। বিয়েটা কোথায় হচ্ছে আতিক তার কিছুই জানে না। ফোনে এত কিছু জানার সময় কোথায় !
ভায়ের বিয়ে উপলক্ষে সে অফিস থেকে ছুটি নিয়েছে। প্রায় ছয় মাস পর আজ বাড়ি যাচ্ছে আতিক। মাকে প্রতিদিন ফোন করা হয়। মায়ের কাছ থেকে বাড়ির খবরাখবর জানে সে। সাবরিনাকেও রোজ ফোন করে আতিক। মেয়েটি প্রচন্ড ভালোবাসে আতিককে। পাশের গ্রামের ফখরুল মাষ্টারের মেয়ে সাবরিনা। আতিকের সাথে তার ছয় বছরের প্রেম। কেউ তা জানে না। আতিক টুকটাক চিঠি লিখতো সাবরিনাকে। সাবরিনা তেমন সাড়া দিত না। সাড়া না পেয়ে আতিক আবারো চিঠি লিখতো। কিন্তু সাবরিনা হ্যাঁ না কিছুই বলতো না। বিরক্ত হয়ে এক সময় আতিক তাকে চিঠি লেখা বন্ধ করে দেয়। প্রায় অনেকদিন পর সাবরিনা একদিন আতিককে চিঠি লিখে। চিঠি পড়ে আতিক জানতে পারে সাবরিনা তাকে জীবন দিয়ে ভালোবাসে।
চাকরির সুবাদে আতিক শহরে চলে আসার পর সাবরিনা বেশ কষ্ট হয়। আগের মত আর দেখা হবে না। কলেজের নাম করে চটগাছা রেল স্টেশনের পাশে দুজনে মন ভরে কথা বলতে পারবে না। কিন্তু ফোনে দুজনের ঠিকই কথা হয়।
স্টেশন থেকে নেমে সোজা বাড়ি চলে আসে আতিক। ঘড়ির কাঁটা তখন দুপুর আড়াইটা। অনেক দির পর ছেলেকে দেখে নিলুফা বেগমের মন জুড়ে যায়। মায়ের এই মিষ্টি মুখটা দেখলে আতিকের মন ভরে যায়।


২. মা ভাত বেড়ে দিচ্ছে। অনেকদিন পর মায়ের হাতের রান্না খাচ্ছে আতিক। নিলুফা বেগম ছেলের সাথে নানান বিষয় নিয়ে কথা বলছে।
-আতিক, শওকতের বিয়েতো মোটামুটি পাকা হয়ে গেছে। মেয়ের বাবা রাজি আছে। তোর আব্বাকে চিনতো। তোর আব্বার নাম বলতেই তিনি রাজি হয়ে গেলেন। শওকতকেও দেখলেন না।
-ভাইয়া তো বিয়ে করবেন না বলে এতদিন তোমার সাথে ঝামেলা করতো। বয়সওতো বত্রিশ পার হয়ে গেছে। এখন রাজি হলেন কিভাবে। ?
-মেয়েকে দেখে শওকত এক বাক্যে রাজি। মেয়েটা আসলেই দেখতে দারুণ। নাম সাবরিনা। আমাদের পরের গ্রামের ফখরুল মাষ্টারের মেয়ে।
মায়ের কথা শোনে আতিকের মাথায় যেন আকাশ ভেক্সেগ পড়ে। একি শুনছে সে। সেও তো সাবরিনাকে ভালোবাসে। তাদের ছয় বছরের প্রেম।
-শুনবি আতিক, শওকত আরো কি বলেছে জানিস ? সে বলেছে এই মেয়েকে না পেলে সে আর বিয়েই করবে না। হাঃ হাঃ হাঃ… !



৩.এই অবেলায় বিছানায় শুয়ে আছে আতিক। তার পৃথিবীটা কেবল কাঁপছে। বড় ভাই শওকতের কথা সে ভাবছে। সেই অনেক আগে বাবার মৃত্যুর পর শওকত এই সংসারের হাল ধরেছে। জীবনে বহু কষ্ট, অভাব, অনটনের দিন কাটিয়ে বাস্তবতাকে মেনে নিয়েছে শওকত। বিধবা মায়ের কষ্ট আর এক মাত্র ভাই আতিকের লেখা পড়ার খরচ জোগাতে তাকে যে কত কষ্ট করতে হয়েছে। বড় ভাই শওকতকে বাবার মত সম্মান করে আতিক। কখনো চোখের দিকে তাকিয়ে কথা বলে না। সংসারের উন্নতির কথা সর্বদাই ভাবতো শওকত। বিয়ের বয়স পার হয়ে যাওয়া স্বওে ও শওকত কখনো বিয়ের চিন্তা করেনি। যেখানে মা ও ভায়ের খরচ চালাতে তাকে হিমসিম খেতে হয়, সেখানে নতুন মানুষ এনে তাকেও কষ্ট দেওয়ার কোন মানে হয় না।



বাবার রেখে যাওয়া জমিগুলিতে সবজী ও ফল মুলের চাষ করে শওকত সংসার থেকে অভাব নামের বলাইটা দূর করতে থাকে। ততদিনে তার বয়স এিশ ছাড়িয়ে গেছে। নিলুফা বেগমের অনেক অনুরোধ থাকা স্বওেও শওকত বিয়ে করবে না বলে মাকে সাফ জানিয়ে দিয়েছে।
সেই ভাই এখন সাবরিনাকে দেখে সংসার পাতবার বাসনা করেছে। না, তার ভায়ের স্বপ্নকে সত্যি করতেই হবে। প্রয়োজনে আতিক নিজের প্রেমকে বিসর্জন দিবে। তবুও তার পিতৃতুল্য ভায়ের বিয়ে হতেই হবে। এ তো ভাই নয়, তার বাবা। তাই কোন ভাবেই এই মানুষটাকে কষ্ট দেয়া যাবে না। তার ভায়ের বিয়ে হবে। সাবরিনার সাথেই হবে। আজ থেকে আতিক জানবে , সে কোন সাবরিনাকে চিনতো না। ভায়ের জন্যে সে তার প্রেমকে বিসর্জন দিয়ে দিয়েছে।

 

 

আমিশাপাড়া, রাজু ফার্মেসী, নোয়াখালী।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কবিতা- খোয়াই  I সাপ্তাহিক স্রোত-১০

কবিতা- খোয়াই  I সাপ্তাহিক স্রোত-১০

 I ইন্দ্রাণী পাল তোমারো কি নেই কোনো গোপন গভীর ক্ষত প্রতীক্ষার রাত্রি হয়নি কি স্থির ব্যথার  আড়ালেতে ? চরাচর তবু ঘিরেছে জ্যোৎস্নায়; রাঙা ধানক্ষেত তোমার ...
স্পর্শটি খুব গভীরে 

স্পর্শটি খুব গভীরে 

গোবিন্দলাল হালদার বোকা। শব্দটি বুকের ভেতর জমা হয়ে গেলো। পিকনিক স্পটে যতক্ষণ সরোজ ছিলো ততক্ষণ শব্দটি তার হৃৎপিÐের স্পন্দনের সাথে সমান তালে আঘাত দিয়ে যায়। ...
“গাঁয়ের মেয়ে” | এম-এ-রুদ্র

“গাঁয়ের মেয়ে” | এম-এ-রুদ্র

|এম-এ-রুদ্র   গাঁয়ের মেয়ে নিঝুম কাল, কালো তাঁর কেশ। কেশের মাঝেই চুম্বক টানে, মাঝে আমার বেশ। সূপ্তবর্না হ্রদয় তাঁর, অষ্টবর্না আশা। ধাতুর মাঝেই রয়ে গেলো, ...
বামায়ন

বামায়ন

আরজুদা আঞ্জুম জয়িতা   মনে আছে সেদিনের কথা?  যেদিন তোমাকে লাল আগুনে দাহ করা হচ্ছিল? সেদিন আমি সেখানেই ছিলাম সুতীব্র অনলে তোমার সাথে জ্বলছিলাম। তোমার ...
দুর্গাপূজা

দুর্গাপূজা

অশোক কুমার পাইক কাশবনেতে লাগলো দোলা পূজার গন্ধে ভাই ঢাকের কাটি পড়লো দেশে সানাই বাজে তাই, শিউলি ফুলের বাসে বাসে পুজোর গন্ধ আসে, ঘাসের উপর, ...
ভিন্ন ঈদের গল্প

ভিন্ন ঈদের গল্প

জোবায়ের রাজু এটি একটি অসাধারণ গল্প। স্বপনের গল্প। স্বপন ছাপোষা মানুষ। রামগতির ছেলে। ওই অঞ্চলের মানুষের নাকি আমাদের আমিশাপাড়াকে দ্বিতীয় আমেরিকা শহর মনে হয় ওদের ...