তীব্র প্রেমের কবিতা (১৮+)প্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দবৃষ্টির কবিতাভালবাসার কবিতাভালোবাসার কবিতাসম্পাদকের লেখাসর্বশেষ

প্রণয়বিয়োগ

আশিক মাহমুদ রিয়াদ

একটি মনমুগ্ধকর বৃষ্টি দিনের কথা,
যেসব দিনে কাকেরা ভিজে,
মানুষ ভিজে হয়ে যায় কাক!
আমি সেদিন তোমায় দেখেছিলেম!.

ভেজা ঘাসের পারুল বনে,
আমি সেদিন তারে চিনেছিলেম
অপরাজিতার স্নিগ্ধ গন্ধে!
শিহরণ জাগ্রত হয়েছিলো রন্ধ্রে রন্ধ্রে।

ঠিক সেদিনেরই কথা-
পৃথিবীতে কতগুলো ফুঁটফুটে ফুল
জন্মানোর আগেই ঝরে গিয়েছিলো!
কিংবা তাদের ঝেরে দিয়েছিলো।
তারা পৃথিবীর হয়ে জন্মাতে পারেনি!
লেখা হয়নি কত ভাগ্যের কাব্য!

অসুখ সুখের বাতিঘরের আলো নিভিয়ে
কত প্রাণ দিয়েছে আত্মহুতি!
কেউ কেউ চলে গিয়েছে,
এই ভেজা বৃষ্টির দিনে।
কত প্রাণ ঝরেছে,
অকালে কেঁদেছে কত চোখ।
এই শিক্ত বর্ষা ভেজা দিনে।

কারো বিচ্ছেদ হয়েছে পরকীয়ার ছোবলে!
অথবা পরম উষ্ণ ভেজা আদরে
তবুও কিছু কিছু প্রেমিক ভালোবেসেছে।
হাত দিয়ে কেউ কেউ বৃষ্টি ছুঁয়ে দেখেছে৷
বৃষ্টির ভেজা গন্ধে কেউ সিগারেট ধরিয়েছে।
আমিও তাদের একজন হয়ে
তোমায় ভালোবাসতে চেয়েছিলেম।
তোমার প্রণয়সুখে, মনখারাপের বৃষ্টির দিনে
হাতে হাত রেখে সঙ্গী হতে চেয়েছিলেম।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]