শ্যামল বণিক অঞ্জন
বৃষ্টি পড়ে শহর জুড়ে
গ্রাম জনপদ কাছে দূরে।
বৃষ্টি পড়ে গাছের শাখায়
সিক্ত পাখির রঙিন পাখায়।
বৃষ্টি পড়ে নদী মাঠে
খাল বিল আর পথে ঘাটে।
বৃষ্টি পড়ে টিনের চালে
দিগন্ত বন ক্ষেতের আলে।
বৃষ্টি পড়ে আষাঢ় মাসে
বাণ ডেকে হায় বাংলা ভাসে।
বৃষ্টি পড়ে শ্রাবণধারায়
মুগ্ধতার রেশ মাত্রা ছাড়ায়!