টপ টপাটপ বৃষ্টি পড়ে
আকাশ ফুঁড়ে ঐ,
বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে
বৃষ্টির বাড়ি কই?
দমকা হাওয়ায় ঝিরিঝিরিয়ে
পড়ছে মধুর সুরে,
এমন সময় মন চলে যায়
দূরের অচিনপুরে।
বন্ধু আমার পরাণ পাখি
রইলা কোথায় পরে
এমন বৃষ্টি ভেজা রাতে
মনে পড়ে যে তোরে।
আয় রে চলে পাখি আমার
আয় রে আমার ঘরে,
ভিজবো দু’জন মনের সুখে
ভিজবো ছাদের উপরে।