শিয়ালের বেঁচে থাকার শেষ দিন আজ
ওঁৎ পেতে আছে ধূর্ত গাধা;
কয়েকটি খরগোশ প্রতিনিয়ত কচ্ছপ দৌড় শিখছে,
আর শেখাচ্ছে লাঠি হাতে বাঁদর।
জয়ীরা জিততে গিয়ে হেরে গেছে গতকাল,
শুধু হারেনি ছদ্মবেশী উল্লুক।
ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)