বেকার – শ্রী রাজীব দত্ত

বেকার - শ্রী রাজীব দত্ত

শ্রী রাজীব দত্ত 

 

তোমাদের ভাগ্য ভালো

আমার কপাল মন্দ

তোমার মনের ঘরে সদাই আলো

তোমার বাঁচার মানেই দ্বন্দ্ব। 

 

তোমাদের চিন্তা কিসের আছে তো পেনশন । 

বাবা জমিয়েছে প্রচুর অর্থ, 

তোমার কিসের টেনশন। 

খেয়েদেয়ে আয়েশ করে, দিন কাটছে বেশ

রাতের শেষে দিন যে হবে, 

চলবে কি অহংকার মাখা মিথ্যে মজার  রেস? 

 

নুন আনতে পান্তা শেষ আমার পাতে

মরীচিকার পিছনে পয়সা ওড়ায় তোমরা দুই হাতে।

বেকার আমার জীবন, বেকারত্ব আমার সাথী 

মিছে মিছে স্বপ্ন দেখে কাটে আমার রাত্রি। 

 

খুবই কাছ থেকে দেখি আমার বাস্তব কে

তাই জীবনকে দেখে ভয়ের চোখে। 

তোমার কাছে আমোদপ্রমোদ কেবলই বিলাসিতা

অর্থাভাবে  দাহ হয়নি দিনমজুরের  চিতা। 

 

ভালোই আছি বেকার আমি

মানুষের স্পর্শে থাকি

কংক্রিটের জঞ্জালে তুমি, 

যেন লোহার খাঁচায় পাখি। 

স্বাধীন আমার আকাশ, স্বাধীন আমার স্বপ্ন

অর্থের প্রলোভন এখনো আমি, বাড়ায়নি তো পা । 

স্বাধীনভাবে বাঁচতে চাই নিয়ে বেকারত্বের আশা।

 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
কবিতা- উপলব্ধি  

কবিতা- উপলব্ধি  

মেহেদী হাসান     এতোকাল শুধু নিজের ভেতরের অলি-গলি জগৎই ঘুরেছি। একটাবারও ভেবে দেখিনি যে, এর বাইরেও একটা জগৎ আছে। যেখানে অভিমানী নদীর পাশে সৌম্য নৌকা ...
বরবাদ

বরবাদ

ভালোবাসার গল্প – সুমন্ত আশরাফ   ১ বিছানার উপর পড়ে থাকা মোবাইল ফোনটা বাজতেছে। পাশে পুলক  নিবিড় মনোযোগ দিয়ে অংক সমাধান করতেছে। পুলক একবার অংকে ...
গল্প : অচেনা অতিথি

গল্প : অচেনা অতিথি

জোবায়ের রাজু   মাগরিবের পর পরই বাবা বৃষ্টির জলে কাকভেজা হয়ে বাসায় ফিরলেন। বিকেলে বের হবার আগে মা কত করে বললেন তিন মাস আগে মারা ...
বাসন্তিকা তোমায়

বাসন্তিকা তোমায়

তপন মাইতি মাথার ওপর দিয়ে চলে গেল কীভাবে দিনগুলো… সূর্য ওঠা ডোবার মাঝখানে কী ঘটেছে কে বলবে? যেভাবে মানুষের প্রচণ্ড দুঃখ হয় হৃদয় ভাঙলে নিজের ...
  বিস্মোরণ

  বিস্মোরণ

 |অনিক আদিত্য।   রাত দু’টো নাগাদ হবে। বাহির টা নিরুদ্যম হয়ে আছে ঠান্ডায় একটা কুকুর ডেকে যাচ্ছে ভীষন। এতক্ষনে সবার আধঘুম হয়ে গেছে মোটামুটি।ঘুম আসছিল ...
হেমন্তের সকাল

হেমন্তের সকাল

প্রিয় রহমান আতাউর ভোরের কুয়াশায় আচ্ছন্ন গ্রাম সোনালী ধানক্ষেতের আল ধরে হেঁটে যাই আমি বাবুই পাখিদের দেখি ওদের কিচিরমিচির শব্দ কানে আসে কোথাও বা কাকতাড়ুয়া, ...