তোমাদের ভাগ্য ভালো
আমার কপাল মন্দ
তোমার মনের ঘরে সদাই আলো
তোমার বাঁচার মানেই দ্বন্দ্ব।
তোমাদের চিন্তা কিসের আছে তো পেনশন ।
বাবা জমিয়েছে প্রচুর অর্থ,
তোমার কিসের টেনশন।
খেয়েদেয়ে আয়েশ করে, দিন কাটছে বেশ
রাতের শেষে দিন যে হবে,
চলবে কি অহংকার মাখা মিথ্যে মজার রেস?
নুন আনতে পান্তা শেষ আমার পাতে
মরীচিকার পিছনে পয়সা ওড়ায় তোমরা দুই হাতে।
বেকার আমার জীবন, বেকারত্ব আমার সাথী
মিছে মিছে স্বপ্ন দেখে কাটে আমার রাত্রি।
খুবই কাছ থেকে দেখি আমার বাস্তব কে
তাই জীবনকে দেখে ভয়ের চোখে।
তোমার কাছে আমোদপ্রমোদ কেবলই বিলাসিতা
অর্থাভাবে দাহ হয়নি দিনমজুরের চিতা।
ভালোই আছি বেকার আমি
মানুষের স্পর্শে থাকি
কংক্রিটের জঞ্জালে তুমি,
যেন লোহার খাঁচায় পাখি।
স্বাধীন আমার আকাশ, স্বাধীন আমার স্বপ্ন
অর্থের প্রলোভন এখনো আমি, বাড়ায়নি তো পা ।
স্বাধীনভাবে বাঁচতে চাই নিয়ে বেকারত্বের আশা।