বেখেয়ালে

বেখেয়ালে

আশিক মাহমুদ রিয়াদ

কোন এক তপ্তদুপুরে, ক্লান্ত চোখে তৃষ্ণার্ত গলায়-
রাস্তার মোড়ের সস্তা হোটেল থেকে বেড়িয়ে
নীল পারের ঘ্রাণ  ছুঁয়ে গিয়েছিলো তারুণ্যকে,
একটা সাদা বিএমডব্লিউ গাড়িতে।
লাল রঙা শাড়ির পার উড়িয়ে, সে চলে গিয়েছিলে-
অবলা, আনমনা, উষ্কখুষ্ক এক জীর্ণ ছেলের সামনে থেকে।

লাল পারের মেয়ে!
তুমি কি জানতে তোমার বাহুডোরে যে গোলাপ ফুঁটেছে
সেখানে কাটারদল ফিসফিসিয়ে তোমার হৃদয় চোষে।
তোমার পাশে যারা আছে, তারা তোমার ভালো বন্ধু নয় বটে।
জাত সাপের মত বিশ্বাসঘাতক, তারা তোমার দেহের ঘ্রাণে হারায়।
আনমনা, আনকোরা এক জীর্ণশীতল প্রেমিক হয়ে
চায়ের কাঁপে কল্পনার চুমু খেয়ে
তোমাকে ছোঁবার নেশায় যে পুরুষ বুঁদ হয়েছে।
তাকে তুমি অন্তত চরিত্রহীণ বলতে পারো না।

সে অপরাধবোধে ভোগে, আপ্রাণ চেষ্টায় নিজেকে গুটিয়ে
তোমাকেই তো শেষমেষ ভালোবাসে।
তাকে তুমি অন্তত কাপুরুষ বলতে পারো না।
অথবা পারো, সেই কাব্যিক পৌরষের এক ভ্রান্ত ভুল।
অর্থতে মেলে না সুখ বটে, নারীও দাসী হয় অর্থের প্রয়াসে।
পৌরষ্য ছিনিয়ে নেয় অর্থের কড়াল গ্রাসে!

তোমার সামনে হয়ত সে একদিন মার্সেডিজ কিংবা শাদা রঙের
বিএমডব্লিউ নিয়ে হাজির নাও হতে পারে।
অথবা যদি চাও সে ফিরতে পারে বাস্তবতার কড়াল গ্রাসে।
জ্বর কাঁতর গ্লাসে চুমুক দিয়ে জল তেষ্টা ছটফট করে
একবার যদি দেখা দাও তুমি, অথবা বলো ঐশ্বুরিক পাণে।
জেনে রেখো সে নরকে তোমার সাথী হবে
অনন্তকালের অধৈর্যের আগুনে।

তুমি তাকে পাপী বলতে পারো কিংবা অভাগা।
চায়ের দোকানে বাকির নামে যার হয় হালখাতা
তাকে কি তোমায় পাওয়ার শোভা পায়?
কি অদ্ভুত রং মিশেলে হৃদয়ের গহিণে
যাপিত নিদ্রায় কল্পনায় তোমার শরীর ছোঁয়
অথবা ক্লান্ত পথের পথিক হয়ে শেষ সূর্য হতে চায়।
হায় বিধাতা বলে, এ কেমন পৌরষ বটে?
যে জীবন হারায় নারীর ছলনায়।
হায় বিধাতা বলে, এ কেমন মেতেছো খেলায়।
জীবন নামের ষোলগুটিতে,
তুমি পাশা সাজাও হ্যালায় ঠ্যালায়।
তুমি হায় মানুষ বটে, শূন্য হাতে ছুঁতে চাও অট্টালিকা।
দিব্য ফাগুনে আগুন জ্বলে, আঁধার রাতে নিভু নিভু প্রদীপে
আগে ইহজনম সামলাও, পরজনমের আগে না হারাও বেখেয়ালে।

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
“গাঁয়ের মেয়ে” | এম-এ-রুদ্র

“গাঁয়ের মেয়ে” | এম-এ-রুদ্র

|এম-এ-রুদ্র   গাঁয়ের মেয়ে নিঝুম কাল, কালো তাঁর কেশ। কেশের মাঝেই চুম্বক টানে, মাঝে আমার বেশ। সূপ্তবর্না হ্রদয় তাঁর, অষ্টবর্না আশা। ধাতুর মাঝেই রয়ে গেলো, ...
  বিস্মোরণ

  বিস্মোরণ

 |অনিক আদিত্য।   রাত দু’টো নাগাদ হবে। বাহির টা নিরুদ্যম হয়ে আছে ঠান্ডায় একটা কুকুর ডেকে যাচ্ছে ভীষন। এতক্ষনে সবার আধঘুম হয়ে গেছে মোটামুটি।ঘুম আসছিল ...
শেষ চিঠি | আরিফুর রহমান রাজু   

শেষ চিঠি | আরিফুর রহমান রাজু   

|আরিফুর রহমান রাজু       জানাটা কি খুব দরকার? তবেই ভালো আছি। শেষ বেলায় মায়া বাড়িয়ে আরও সুখ অনুভব করছো কি? তবে বাড়াও। ঠিক কতটুকু ...
রহস্য গল্প - অতল বুড়ি

রহস্য গল্প – অতল বুড়ি

নাঈমুর রহমান নাহিদ সকালের নাস্তা সেরে রাইসা ও সামিহা বাড়ির পাশের বেড়া দেয়া পুকুরপাড়টায় পা ডুবিয়ে বসে গল্প করছিল। ছুটিতে সামিহার বাড়িতে বেড়াতে এসেছে রাইসা। ...
‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’-স্মৃতিচারণে অমর্ত্য

‘হোম ইন দ্য ওয়ার্ল্ড’-স্মৃতিচারণে অমর্ত্য

ড. গৌতম সরকার ‘অমর্ত্য’ নামটি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। শৈশবের কিছুটা সময় কেটেছে শান্তিনিকেতনের সাংস্কৃতিক পরিমণ্ডলে অসংখ্য গুণী মানুষের সান্নিধ্যে। বাবা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...
মড়ক

মড়ক

আশিক মাহমুদ রিয়াদ এ গাঁ থেকে মানুষজন দিন দিন নাই হয়ে যাচ্ছে। কি ব্যাধি এসে ঢুকলো গ্রামে। সব মানুষজনকে ডলে মেরে ফেলছে। এই তো ক’দিন ...