বেগম রোকেয়া; নারী_কল্যাণ_কামনায় নিবেদিত এক প্রাণ

বেগম রোকেয়া; নারী_কল্যাণ_কামনায় নিবেদিত এক প্রাণ

এম.আরিফুজ্জামান 

“কোন এক সম্ভ্রান্ত পরিবারের বয়ঃপ্রাপ্ত কন্যার বিয়ে দেনা-পাওয়ার জন্য ভেঙে গেলে কন্যাদায়গ্রস্ত পিতা পারিবারিক সম্মান ও মর্যাদা রক্ষার জন্য তার মাতাল ও দুশ্চরিত্র ভ্রাতুস্পুত্রের সাথে বিয়ে দিতে মনস্থ করেন। তেঁতুলের রস খাইয়ে ছেলেকে প্রকৃতিস্থ করা হলেও জমিদার কন্যা এহেন দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করতে রাজি হল না। যাহোক শেষ পর্যন্ত বলপূর্বক তাকে বিয়ের মজলিশে বসানো হল। কাজি সাহেব বহুবার তাকে ‘হুঁ’ বলার অনুরোধ করলেও মেয়েটি নিশ্চুপ থাকল। এমন সময় তার একজন সঙ্গী তার হাতে খুব জোরে চিমটি কাটলে সে ব্যথায় ‘উহু’ বলে উঠল। মেয়েটির ‘উহু’ শব্দটিকে ‘হুঁ’ শব্দে পরিণত করে তার বিয়ে সম্পন্ন করেন।” -এটি তৎকালীন নারীদের দুরবস্থার কথা, আর যিনি এভাবেই তার লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন, তিনি হলেন বাঙ্গালী নারী জাগরনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
.
আজ এই বাঙ্গালী মহিয়সী নারীর জন্ম ও মৃত্যু বার্ষিকী। ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়ার জন্ম হয়। নারীশিক্ষা বিস্তার আন্দোলনে তাঁর কঠোর আত্মত্যাগের ফলে বাঙালি মুসলিম সমাজে নারীশিক্ষা প্রসারের প্রচেষ্টার সফলতা তিনি বেঁচে থাকতেই পরিলক্ষিত হয়। শিক্ষার মাধ্যমে নারী সমাজকে আধুনিক ও প্রগতিশীল করাই ছিল তার মূল উদ্দেশ্য।
.
বেগম রোকেয়া ১৯২৬ খ্রিঃ বঙ্গীয় নারীশিক্ষা সমিতির সম্মেলনে শিক্ষাবিস্তারে তার দীর্ঘ ২৬ বছরের সংগ্রামের কথা উল্লেখ করেন। শিক্ষা যদি জাতীর মেরুদন্ড হয়, তাহলে স্ত্রীশিক্ষা নিশ্চিতভাবে এর একটি অবিচ্ছেদ অঙ্গ। তিনি সমাজ ও রাজনীতির অঙ্গনে পুরুষের পাশাপাশি নারীর সমান সুযোগ সৃষ্টির জন্য আন্দোলন করেন।
.
প্রতিবাদী রোকেয়া নারী স্বাধিকার ও সমঅধিকারের প্রবক্তা ছিলেন। পুরুষশাসিত কূপমন্ডুক সমাজের গন্ডি থেকে অবরুদ্ধ মুসলিম নারীকে মুক্ত করতে যে মহতী প্রয়াস তিনি করেন, তা তার অসাধারণ প্রতিভা ও সমাজ সচেতনাতারই পরিচায়ক।
.
বেগম রোকেয়া কোনদিন হীনম্মন্যতায় ভোগেননি। পশ্চাৎপদ মুসলিম নারী সমাজের অগ্রগতির জন্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে তিনি শুধু চিন্তাভাবনাই করেননি, তার স্বপ্নের রূপায়নে বাস্তব পদক্ষেপও গ্রহণ করেছেন।
তিনি বিশ্বাস করতেন যে, নারী শিক্ষার প্রসারই অধঃপতিত নারী সমাজকে উন্নত করার প্রধান উপায়। তাই নারীশিক্ষা বিস্তারের জন্যে তিনি দুই দশকের বেশী সময় নিজেকে নিয়োজিত রাখেন। নারীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যেও তিনি সোচ্চার ছিলেন। বৈচিত্রময় প্রতিভার অধিকারিণী বেগম রোকেয়া বাংলার মুসলিম সমাজের এক বিরল ব্যক্তিত্ব।
.
নারী কল্যাণ কামনায় নিবেদিত প্রাণ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৯৩২ খ্রীস্টাব্দের ৯ ডিসেম্বর শুক্রবার অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

 

সহকারী শিক্ষক,ইন্দুরকানী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়,ইন্দুরকানী পিরোজপুর । 

“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”

সম্পর্কিত বিভাগ

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
Telegram
প্রণয়ের তিন কবিতা

প্রণয়ের তিন কবিতা

তুমি আর আমি গোলাম সরোয়ার শুনতে যদি চাও কান পাতো হৃদয়ের কাছে নুয়ে ওখানে ভজন গীত উছলায় জপমালা হয়ে। হাত বাড়িয়ে ছুঁয়ে দেখ আমি যে ...
পতাকার লড়াই

পতাকার লড়াই

ইমরান খান রাজ দেশের ভূমি আর মানুষের জীবন রক্ষায়, নিজের ভাষায় প্রাণ খুলে কথা বলতে আর হলুদ সরিষার ক্ষেতে লাল-সবুজের পতাকা উড়াতে বাংলার সাহসী, বীর ...
মেয়েটা-ডঃ গৌতম সরকার / সাপ্তাহিক সংখ্যা-১৮

মেয়েটা-ডঃ গৌতম সরকার / সাপ্তাহিক সংখ্যা-১৮

ডঃ গৌতম সরকার   ‘এই মেয়েটা ভেলভেলেটা ‘ আমার সঙ্গে যাবি ! অনেকদিন ভাত খাসনি পেট ভরে ভাত খাবি…!   এই মেয়েটা…..ভিক্ষে করিস !!! আমার ...
২১শে ফেব্রুয়ারি

২১শে ফেব্রুয়ারি

গৌতম সরকার মায়ের ভাষা বুকে নিয়ে তোরা করেছিলি হারাকিরি তোদের সমাধিতে ফুল ফুটে আছে ২১শে ফেব্রুয়ারি। আগুল জ্বলেছে দিকে দিকে দেশে হত্যা হয়েছে ভাষা, ধর্ম, ...
জোবায়ের মিলন'র দু'টি কবিতা

জোবায়ের মিলন’র দু’টি কবিতা

জোবায়ের মিলন ১. রাষ্ট্র ও সম্পর্ক রাষ্ট্র; আমার প্রেমিকার নাম, আমার ভয়ার্ত রাতের সাহসী ওম চুমু খাওয়ার সরাবপাত্র একান্ত অভিসার ফুল। অনুরাগ, বিরাগ ও অভিমানে ...
বৃষ্টি পড়ে

বৃষ্টি পড়ে

শ্যামল বণিক অঞ্জন   বৃষ্টি পড়ে শহর জুড়ে গ্রাম জনপদ কাছে দূরে। বৃষ্টি পড়ে গাছের শাখায় সিক্ত পাখির রঙিন পাখায়। বৃষ্টি পড়ে নদী মাঠে খাল ...