আমি যেন আজ স্তব্ধ।
গুনে খাওয়া অঙ্গ দেয়ালের ওপারে।
মাথার পিছনে মগজ গুলো,
যেন চিরতরে বিছানায় বন্দি।
আমার পাশের দেয়ালে শেওলা ধরে গেছে।
দেয়ালে টাঙানো তোমার ছবিটা ঝাপসা দেখাচ্ছে।
যে চোখের কোনে,
তোমার জন্য অবিরত মায়া ঝরতো,
সে চোখের কোনায়,
বেয়ে বেয়ে কালো পঁচা রক্ত ঝরছে।
তোমার দেয়া অনুভূতি গুলো,
শিরা-উপশিরায় মিশে ক্যান্সারের আহ্বান।
তোমার দেয়া সর্বোত্তম সুখটা ও,
আজ নিশ্বাসের সাথে ছিটকে বেরিয়ে পড়ছে।
আজ তুমি কি কষ্ট গুলোর স্বত্বাধিকারী না?
আজ তোমার চেহারায় ধুলো মিশে গেছে,
ধূসর রংহীন আকাশের মতো।
তোমার চুলের সেই গন্ধটা না পেলে,
আমার নিশ্বাস নিতে কষ্ট হতো।
আজ বসন্তের বাতাসে,
তোমার চুলের গন্ধটা অনুভব করছি।
গন্ধটা যেন পাল্টে গেছে,
তোমার চেহারার মায়াটা,
কেমন ফ্যাকাশে অনুভব করছি ।
আবর্জনা-বন্ধ ঘরের মতো আমার ঘরটা,
চারপাশে কেউই নেই।
বেঁচে আছে কষ্টসাধ্য কিছু কলঙ্কিত স্মৃতি ।
আজও তোমায় চাচ্ছি, সত্তার অন্তরালে।
জানি ফিরবেনা এই ঘরে।
কারন তোমার রক্তে অমানুষের চিহ্ন।
তোমার অমানবিক চিন্তাভাবনা,
আমার হৃদয় ভাঙ্গার গল্প।
“বিনা অনুমতিতে এই ওয়েবসাইটের কোন লেখা কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ যদি অনুমতি ছাড়া লেখা কপি করে ফেসবুক কিংবা অন্য কোন প্লাটফর্মে প্রকাশ করেন, এবং সেই লেখা নিজের বলে চালিয়ে দেন তাহলে সেই ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে
ছাইলিপি ম্যাগাজিন।”
সম্পর্কিত বিভাগ
পোস্টটি শেয়ার করুন
Facebook
WhatsApp
Telegram
কলিজা পোড়ার কাঁন্না
আগস্ট ৭, ২০২০ কবিতা প্রথম পাতা সর্বশেষ
মুহাম্মদ ফারহান ইসলাম নীল শুনেছি আপনার প্রিয় রঙ নীল ৷ হাত খরচের টাকা জমিয়ে একটি নীল রঙের শাড়ি এবং ডজন খানেক নীল রঙের চুড়ি কিনেছি ...
অণুগল্প- নির্জিভ / ডঃ গৌতম সরকার
ডিসেম্বর ১৬, ২০২০ অণুগল্প গল্প গৌতম সরকার
ডঃ গৌতম সরকার বিদেহীর কথা একটা অন্ধকার টানেল গড়িয়ে গড়িয়ে নামছে…তো ….নামছেই, কোথাও কোনো আলোকবর্তিকা নেই। এত অন্ধকার কি দিয়ে সৃষ্টি হয়! অপার্থিব কালো ...
মশলা জ্বর
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ১৮+গল্প ছোট গল্প প্রথম পাতা
আশিক মাহমুদ রিয়াদ দু’কদম হেটে থেমে গেলাম । আকাশটা কালো মেঘে ঠেকে আছে । আমি একা হাটছি পথে । আজ আমার মণ খারাপ । ভীষণ ...
কবিতা- খোয়াই I সাপ্তাহিক স্রোত-১০
সেপ্টেম্বর ২৫, ২০২০ কবিতা প্রথম পাতা সর্বশেষ
I ইন্দ্রাণী পাল তোমারো কি নেই কোনো গোপন গভীর ক্ষত প্রতীক্ষার রাত্রি হয়নি কি স্থির ব্যথার আড়ালেতে ? চরাচর তবু ঘিরেছে জ্যোৎস্নায়; রাঙা ধানক্ষেত তোমার ...
তর্জনী
আগস্ট ১৭, ২০২০ জাতীয় শোক দিবসের কবিতা প্রথম পাতা সর্বশেষ
রেজা করিম সকল মৃত্যু মৃত্যু নয় – কিছু কিছু মৃত্যু সাময়িক প্রস্থান মাত্র, দৃশ্যপট বদলে আবার সদর্পে ফিরে আসা। সকল কান্না কান্না নয় – কিছু ...
অণুগল্প – নুনভাত
নৃ মাসুদ রানা ফজরের নামাজের পরে। ভোর সূর্যের কাছাকাছি। সবেমাত্র বিছানায় পিঠ ঠেকিয়েছি। ঠিক তখনই কাকপক্ষীর ডাক। মা গিয়ে হুঁশ হুঁশ তাড়িয়ে দিল। আর বলতে ...