কবিতাপ্রথম পাতাবড়দিনের কবিতাসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

বড়দিনের ইস্তাহার

মহীতোষ গায়েন
একদিন এইখানে বড়দিনে চাঁদ ডোবা রাতে
বলেছিলে পাশে আছি চিরদিন,
এখন দুঃসময়,স্মৃতি সব ভেসে গেছে,ভেসেছে
শপথ,অঙ্গীকার,সব আশা ক্ষীণ।
একদিন এইখানে রক্তিম ভোরে একজোট হয়ে
মানুষের লড়াই-এ নেমেছিলে পথে,
মিটিং,মিছিলে অনাবিল হয়েছিলে সামিল…
রুটি,রুজির দাবিতে ভিন্ন ভিন্ন মতে।
শিশিরের ভেজা মাঠে ঘাসে ঘাসে ফুল ফোটে
বড়দিন এসে গেল বড় আশা ঘরে ঘরে,
বঞ্চিত অসহায় মানুষের কান্না আজও ভাস্বরিত
বড়দিন বড় আশা খুন,হাজার স্বপ্ন মরে।
সময়ের জাল ছিঁড়ে ধূর্ত শৃগালেরা একে একে
চলে যায় গোপনে শিকার ধরার জন‍্য,
সুযোগসন্ধানীদের মত তোমরাও পালিয়ে গেলে
আমরা প্রতিরোধে দৃঢ় আজও জনারণ্য।
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত ।
এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]