সিনেমানামা
“কথা কিন্তু একটাই, শাকিব ভাই শাকিব ভাই” কিংবা যদি বলি, বাংলাদেশের এক খান, তার নাম শাকিব খান। শাকিব ভক্তদের মুখে এমন স্লোগান ওঠে শাকিবের কোন সিনেমা মুক্তি পেলে। বাংলাদেশের সর্বকালের সেরা সুপারস্টারের তালিকা যদি করা হয়, তাহলে শাকিব খানের নাম প্রথম সারিতেই থাকবে। শুরুটা হয়েছিলো অনন্ত ভালোবাসা দিয়ে। এরপর, খুনী শিকদার, ও প্রিয়া তুমি কোথায় সেই ধারা এককভাবে এখনো চলছে । ক্যারিয়ারে ফ্লপ সিনেমার কথা যদি বলা হয়, তাহলে শাহরুখ সালমানও সেই তালিকা থেকে বাদ পড়বেন না, ক্যারিয়ারে উত্থান-পতন সবারই থাকে। কিন্তু শাকিব খান এমনই একজন যিনি তার সাফল্যের ধারা ধরে রেখেছেন এককভাবেই। বাংলা সিনেমার দুর্দিনেও দাপটের সাথে টিকে থেকেছেন। বাংলা সিনেমার সুদিন বইছে আবারও। বাংলা সিনেমায় যার যাত্রা শুরু হয়েছিলো চমৎকারভাবে আর সেই একই ধারা অব্যাহত রেখে সুপারস্টার ক্যারিয়ারের প্রায় শেষ অধ্যায়ে যেন নতুন করে খেল দেখাতে শুরু করেছেন শাকিব খান। সেই শাকিবখানকে তুলনা করা হয়েছে ভারতের অন্যতম সুপারস্টার শাহরুখ খানের সাথে। ব্যাপারটি কিন্তু মোটেও গুজব কিংবা মিথ্যা নয়।