তীব্র প্রেমের কবিতা (১৮+)প্রথম পাতাপ্রেমের কবিতাপ্রেমের ছন্দভালবাসার কবিতাভালোবাসার কবিতাভালোবাসার ছন্দসর্বশেষ

অনুরাগ

আশিক মাহমুদ রিয়াদ

আমার ভালবাসা,
আমি যখন তোমার চোখের দিকে তাকাই,
আমি অনুভব করি যে আগুনের গভীরে জ্বলছে।
তোমার স্পর্শ আমার মধ্যে একটি শিখা জ্বালায়,
এ আবেগ আমি লুকাতে পারি না।

তোমার প্রতিটি কথার শব্দে
যেভাবে দোলে তোমার ঠোট,
যেভাবে তোমার গালে ফোঁটে হাসির রেখা,
অথবা যে রাতে আমার রাগে
রাঙে তোমার ক্রোধ।
সে রাতেই আমি তোমাকে বশ করতে চাই

মৃদু স্পন্দনের প্রত্যেকটি সীমারেখায়
যে ক্ষোভে জাগে সাওতালী ক্ষোভ
রঙবদলায় কৃকলাস অথবা,
দোলা তোমার দেহের সাথে আমার দেহ!

আমার হার্ট রেসিং সেট করে, প্রণয়ের গতিতে এত দ্রুত।
তোমার সৌন্দর্য আমার নিঃশ্বাস কেড়ে নেয়,
আমি তোমার প্রেমে আসক্ত, কি বলবো?

আপনার শরীর, মিশে আছে মৃগনাভীর তৃপ্ত ঘ্রাণ
যে ঘ্রাণ আমায় সম্মোহিত করে।
তোমার প্রতিটি স্পর্শ,
প্রত্যেকটি চুম্বন, মুহুর্তে হারিয়ে যাই

তোমার ঘন নিশ্বাস,
মিষ্টি নেশার মত,
যে মাদকে বশ হয়েছি আমি
এলএসডি কিংবা ডেভিল ব্রেথ নয়
ঘুম কাতুরে তোমার ঘন নিশ্বাসের বেড়াজালে

প্রিয়তমা,
তোমার হৃদস্পন্দনে,
সোহাগের তপ্ত অনুরাগে!
পিচাঁশী ক্ষোভ কিংবা রিক্ত প্রেমের তিক্ততায়
আমি তোমাকে শান্ত করতে চাই,
আমার নিঃশ্বাস তোমার কানের আশেপাশে
বার বার ঘুরে বেড়ায়, অদ্ভুত সম্মোহনের
শান্তি শেকড়ের উত্তপ্ত যন্ত্রণায়।’

🔴 আরও শুনুন হট (১৮+) রোমান্টিক ভালোবাসার গল্প-

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]