মহীতোষ গায়েন
একটা সুন্দর সকাল দেবে বলেছিলে;কথা ছিলো
যে সকালে ফুটবে গাছে গাছে ফুল,পাখিরা গাইবে
ভালোবাসার গান,যে গানে শান্তি ও সুখের আবেশ…
কত সকাল গড়িয়ে দুপুর এলো,সকাল দিলে না আর।
একটি নির্জন দুপুর দেবে বলেছিলে; কথা ছিলো
যে হলুদাভ দুপুরে ছায়াবৃত কুমারী অশ্বত্থ হবে তুমি;
সমস্ত ক্লান্তি ভুলে নিরাপদ আশ্রয় পাওয়া হলো না,
কত দুপুর গড়িয়ে বিকেল এলো,তুমি অশ্বত্থ হলে না
একটি গোধূলির বিকেল দেবে বলেছিলে;কথা ছিলো
যে বিকেলে উদাসী মন হারাবে বাউল রাগ অনুরাগে…
মন দেওয়া নেওয়ার নৌকা ভাসে উজানে,পাখিরা বাসায়,
রাখালেরা ফেরে ঘরে,কত বিকেল গেল,তুমি ফিরলে না।ক
একটা জোৎস্নালোকিত মায়াবী রাত দেবে বলেছিলে;
যে রাতে দক্ষিণা বাতাসে ছড়াতো প্রেম-ফুলের সৌরভ,
দু’জনের নদী উপনদী,উপত্যকা ভাসতো মিলনের স্রোতে,
চাঁদ ডোবা রাতে ভালোবাসা ডুবলো মরা নদীর চড়ায়।