কবিতাপ্রথম পাতাপ্রেমের কবিতাভালোবাসা দিবসের গল্প-কবিতাভালোবাসার কবিতারোমান্টিক কবিতাসর্বশেষ

তুমিও কী তাই?

ড. মির্জা গোলাম সারোয়ার পিপিএম

বিশ্ববিদ্যালয়ের করিডোরে নির্বাক দাঁড়িয়ে
তুমি যেন একগুচ্ছ ফুটন্ত লালগোলাপ ,
পরনে লাল শাড়ি কপালে টিপের আঁচড়
সুগন্ধি ছড়িয়ে পরিবেশ করেছো মোহনীয়।

ছাত্র-ছাত্রীদের ছুটোছুটি আর শ্লোগান
এরমাঝে এগিয়েছো রাঙাহাতে ধীরপায়ে ,
হঠাৎ তোমার অপ্রত্যাশিত মধুর আহবানে
রঙিন স্বপ্নে ভেসেছি নীলাকাশে সীমাহীন।

হয়েছি পাশাপাশি আলোছায়া ছড়িয়ে
হাতের ছোঁয়ার উষ্ণ পরশে হয়েছি শিহরিত ,
বুনেছি স্বপ্নের জাল দু’চোখে একরাশ
দিনগুলো কেটেছে স্বপ্নীল সূখের আবেশে।

সদ্য ফোটা ফুলের গন্ধে খুঁজেছি তোমায়
পেয়েছি স্নিগ্ধ ভালোবাসার নরম ছোঁয়া ,
অবশেষে প্রজাপতি মেলেছে পাখা নীরবে
আনমনে বসে ভাবি, তুমিও কী তাই?

গৌরহাঙা, বিন্দুর মোড়,নিউমার্কেট রোড, রাজশাহী।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]