প্রণয়ের তিন কবিতা

তুমি আর আমি
গোলাম সরোয়ার

শুনতে যদি চাও
কান পাতো হৃদয়ের কাছে নুয়ে
ওখানে ভজন গীত
উছলায় জপমালা হয়ে।

হাত বাড়িয়ে ছুঁয়ে দেখ
আমি যে আর আমি নেই
হয়েছি তোমার বিলীন
স্পর্শে তোমার জাগ্রত চোখ
সর্বব্যাপী বরজুখে তুমি আমি অমলিন।

বুঝতে যদি চাও তোমার ভালবাসা আমার আমিম্বে নিয়েছি কতটুকু,
গুনে দেখ হৃদয়ের স্পন্দনে
তুমি আর সিজদা রুকু।

 

বেদনার নীল আকাশ
গোলাম সরোয়ার

যেখানেই হাত রাখি
মুদ্রাদোষে সবই পাল্টে যায়
এক একটি পাতার মতো পড়ে থাকে
বেদনার পাশে শুধু বেদনা…

নিঃসঙ্গ রাস্তার একপাশে রাত পার হবে

আমার কাছের গল্পে ভীষণ অন্ধকার
হাওয়ায় শনশন করে ওঠে কত পাতা
সব ঘরে চুপ করে জানালা বন্ধ।
মানুষের বহমান বেদনা থেকে
শিকড়শুদ্ধ মন তুলে নিতে কেউ কি কখনও ডাকবে না?

 

তুমি কি আমার হবে
গোলাম সরোয়ার

রং-তুলি আঁচড়ে ফুটিয়ে তুলি
মনের শিহরণ
স্বপ্ন বুনে পুঁথিরমালা গেঁথে চলি অজানায়
বেলি ফুলের সৌরভ সজিবতা অর্জন করি
দূর বহুদূরের রাস্তায় খুঁজে বেড়াই প্রিয় মুখ
হাসিমাখা সেই তোমাকে চাই
ভোরের ¯স্নিগ্ধতার আলোয় খেলায়
কড়া রোদে পুড়ে পুড়ে ক্ষার হব
গোধূলি লগ্নে রাতের নিস্তব্ধতায়
খুঁজে নিবো ঠিকই
আচ্ছা তুমি কি আমার হবে?

 

র‍্যাব সদর দপ্তর, ঢাকা।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন