তীব্র প্রেমের কবিতা (১৮+)প্রথম পাতাভালবাসার কবিতাভালোবাসার কবিতাসম্পাদকের লেখাসর্বশেষ

শিহরণ

আশিক মাহমুদ রিয়াদ

তুমি জানো?
আমার মাঝে একটা স্বত্তা বাস করে,
যেখানে তুমি থাকো অবলীলায়,
ঘুরে বেড়াও হৃদয়ের অন্দরমহলে!
তোমার স্বত্তা, আমার স্বত্তা মিলেমীশে একাকার।




এখান থেকেই শুরু হয় নীলডুমুর প্রেম প্রণয়ের
তোমার চোখে, আমি দেখি সেই অগ্নিশিখা
দেখি যা আমার হৃদয়ে জ্বলে ওঠে।
প্রতিটি স্পর্শ, প্রতিটি চুম্বন,
তোমার সোহাগে আমার আবেগ শুধুমাত্র উত্থাপন.




তোমার কোমল ঠোট এবং কোমল ত্বক,
স্ট্রেইট সিল্কি চুল, টকটকে লাল ঠোট
আমার আঁকা ভালবাসার জন্য একটি ক্যানভাস।
ঘটে দুটি দেহের অবাঙ-সম্মোহণ
আমরা ঐশ্বরিক মুহূর্তে এক হয়ে উঠি।

তোমার শরীর দোলে ফসলের শস্যক্ষেতের ন্যায়ে,
তোমার ঘর্মাক্ত গায়ের গরম নিশ্বাস,
যেন বশ করে ফেলে সাগরের বিশাল ঢেউ
তুমি কি জানো? তোমার প্রণয়ে সর্বনাশে কেউ!

সেই কেউ নয় আর কেউ!
তোমার প্রণয়ের উত্তপ্ত তোমার প্রেমিক/
আমার ঘাড়ে তোমার নিঃশ্বাস,
আমার মেরুদণ্ডে কাঁপুনি পাঠায়।
আমি তোমার মধ্যে নিজেকে হারিয়েছি,
এরাতে আমাদের আমাদের আত্মা শিক্ত।




আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে,
তোমার কামনায় পরিপূর্ণে।
তোমার ভালবাসা আমার নেশা,
এবং আমার আত্মা আগুনে পুড়ে যায়।

তাই দোলাই এ শস্যের ক্ষেত
পাহাড় ডিঙিয়ে সূবর্ণরেখার খোঁজে
তোমার গভীরের অম্লান রক্তরসে
ধর এবং আমাকে তোমার আত্মার গভীরে নিয়ে যাও।
আমাদের ভালবাসা প্রজ্বলিত হোক।
শিহরণের এ রাতে, অথবা রাঙা প্রভাতে।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]