কবিতাপ্রথম পাতাভালোবাসার কবিতা

একটি দীর্ঘ কবিতা

হুমায়রা বিনতে শাহরিয়ার

আচ্ছা!জীবনের মানে কি?
জন্মের পর হতে মৃত্যু পর্যন্ত-
কিসের আশায় বড় হয়ে ওঠা?
টাকার জন্যে?
হয়তো!
টাকায় তো কতো কি না হয়!
অর্থের লিপ্সা বড়ই মোহময়!
টাকা ছাড়া তো জীবনই বৃথা; অচল।
টাকা নেই তো সম্মান নেই; সুখ নেই।
তবে ভালোবাসা কি?
ভালোবাসা ছাড়াও তো মানুষ অসুখী!
ভালোবাসা ছাড়াও বেঁচে থাকা বৃথা;কঠিন!
ভালোবাসা নেই তো জীবনও অর্থহীন।
আবার শুধু ভালোবাসায়ও কিছু হয় না
আর শুধু টাকায়ও কিছু হয় না।
তবে কিসের নেশায় ছুটে চলা এই মহাকালের পথে?
আচ্ছা প্রকৃত সুখ কোনটা?
টাকার লোভ নাকি প্রিয়জনের ভালোবাসা?
হয়ত এই প্রশ্নের উত্তরের লিপ্সাই প্রকৃত সুখ!।
জীবনের আসল অর্থ?
হয়ত!
আবার হয়তো জীবনের মানে মৃত্যুর আগ মূহুুর্ত-
লড়াই করে বেঁচে থাকার নতুন স্বপ্ন।
স্বপ্ন দেখা?
হয়ত!
হয়তো বড় কিছু হবার স্বপ্ন দেখা।
স্বপ্ন,ইচ্ছে আর আশা;
তিনটি শব্দই মনের সাথে সম্পর্কিত।
অনুযোগের মিলবে না বাস্তবতা।
হয়ত মন না থাকলে এদের খুঁজেই পাওয়া যেত না!
কিংবা হয়ত এই শব্দগুলোই হতো না!
আবার জীবনে মনের মানুষও আছে;
স্বপ্নে কিংবা হৃদয়ের গোপন পাশে!
আবার মন ভাঙা গড়াও আছে;
আবেগ কিংবা অভিযোগে!
আবার মৃত্যু?
সে তো সৃষ্টিকর্তার আদেশ!
জানা নেই কখন আসবে ক্ষণ।
আজ না হয় আসেনি কাল ঠিকই আসবে!
একদিন না একদিন তো ঠিকই মরতে হবে!
মৃত্যুর মিছিলে যোগ দিতে হবে,
বেঁচে থাকার নিয়ম ত্যাগ করে-
মৃত্যুকে আলিঙ্গন করতে হবে!
বিচ্ছেদ তো জীবনেরই অংশ,
ভালোবাসা,অর্থ সম্পত্তিও!
সব শেষে বিলাসীতা ছেড়ে দিয়ে-
একদিন তো মরতেই হবে।
আসলে জীবন অপ্রাপ্তি কিছুই নয়;
টাকাকড়ি,বাড়ি-গাড়িও কিছু নয়;
ভালোবাসাই একমাত্র প্রকৃত সুখ-
যা মৃত্যুর পরও জীবন্ত থেকে যায়!

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]