অণুগল্পগল্পপ্রথম পাতাভালোবাসার গল্পসর্বশেষসাপ্তাহিক সংখ্যা

অণুগল্প- মন ঘুড়ি উড়া

  আরণ্যক

 

মাঝে মাঝে শুকনাে পাতায় খসখস শব্দ উঠে—তখন ধীর পা হেঁটে যায় ক্যান্সাসের দক্ষিণে—ছায়া দীর্ঘ হয়ে একসময়

সন্ধ্যা নামে টিলা চূড়ায় কমরেডরা ফর্সা হাসি দিয়ে সিমেন্টের বস্তায় জায়গা দেয়—আট দশটা প্রাণ গােল হয়ে

বসি আমাদের কেউ দিনে ছাত্র ছিলাম, কেউ মহিষের খামারে কর্মচারী,বাসের ড্রাইভার—এখন সবাই।

চুপসাধারন—কিন্তু টঙ ফেলে আসা মামা হচ্ছেন শিল্পী—নিপুণ হাতে শিল্প কে গুঁড়াে করে আরও আরও মিহি করেন

সময় নিযে— বৃত্তের পরিধিতে বসা প্রানগুলাের একসময় ডাক পড়ে ঘুড়ি উড়ানাের—ঘুড়ি ধোঁয়া হয়ে উড়ে যায় বক

পাখি—একজন থেকে আরেকজনে ডানা জাপটানাে—এবার সন্ধ্যা মুখ কালাে করে এলে দেয় আঁধার—আমরা

অন্ধকারে ঘুড়ি উড়াই—কউ গুন গুন গায়, কাশে, বিড় বিড় কিছু কথা, ঝাপসা কৌতুক, মন প্রাণ দাঁত সব

হাসে—তারপর একসময় চারদিকে শব্দ কমে আসে—আবেগ তখন সিড়ির ধাপ টপকিয়ে স্বর্গে যেতে চায়—মন

হিমালয় ছুঁই ছুঁই সহযােদ্ধার কাঁধে চেপে উঠে পড়ি—চার পাঁচ সাত হাত দক্ষিণে গিয়ে বসা হয়—প্রিয় ইটের

আসন—চোখ, সাদা চতুর্ভুজ দূরের স্থাপত্যে গেঁথে থাকতে দেখ —গলায় আচমকা জোর আসে,আওযাজ দেই ছাত্রী হল

জিন্দাবাদ—ওপাশে গােল চত্বরে সবার হেসে খিল ধরে—একটু পরে আবার আওয়াজ তুলি, গান হবে?—ওপাশ

অনুমতি দেয় হবে হবে—কেন হবে না?—গান গাইতে গিয়ে ঝামেলায় পড়তে হয়—নিচের ইটকে লাগে ব্যাকবে, ঐ

চতুর্ভুজর্টি ফার্স্টবেঞ্চশব্দে শব্দে ধাক্কায় আবেগ চড়ে বসে—গম্ভীর কণ্ঠে বলি—ব্যাকবেঞ্চটা অ্যালকোহলিক—বসলে

কেমন ভাব আসে—ঐ ভাব নিয়ে রােজ সামনে ঝুঁকে ওর ঠোঁটে দেখি নিকোটিন খনি, চোখে ব্লাউনীয় গতি আমার

হাত দশ হাত লম্বা হয়ে ওর খুব কাছে চলে যায় একসময়—ক্লিসের ভাজে ঠাসা চুল আর একটু পথ—আর একটু পাড়ি

দিলেই এদিক ওদিক মাতাল হাওয়া বইবে—কৈ মাছের ডানা গজাবে—সূর্য হবে অন্ধ—কিন্তু হয় না—কিছু হয়

না—পথ শেষ হয় না—পথ শেষ হয়না—গল্পের দুটি শব্দের ঐ একটুখানি পথ একটুই থেকে যায়…

 

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

 

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]