মুহাম্মদ ফারহান ইসলাম নীল ৷
আপনার কোকিলা কন্ঠের মায়াতে বন্দী হয়েছে আমার অন্তর ৷
সাঁতার না জানার কারণে ডুবে গেছি আপনার প্রেমে ৷
আপনাকে আপন করে পাওয়ার আশায় দোয়া করি সৃষ্টিকর্তার কাছে ৷
আমি তো ভালোবাসা নামক অসুখে আক্রান্ত একজন রোগী ৷
সরাসরি নয়ন ভরে দেখা হয়নি আপনার মুখ ৷
অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখিনি আপনার মুখের হাসি ৷
দুইশত কিলোমিটার দুর থেকেই মায়ার জালে বেঁধেছেন আমাকে ৷
আমি তো ভালোবাসা নামক অসুখে অাক্রান্ত একজন রোগী ৷
আপনার পিছে পিছে হাটতে পারিনি কখনো ৷
আমি তো চিনি না আপনার জন্ম মৈশুন্ডি শহরটাকে ৷
আপনার ভাবনায় রাত্রী জেগে চোখের নিচে পড়েছে কালো দাঁগ ৷
আমি তো ভালোবাসা নামক অসুখে অাক্রান্ত একজন রোগী ৷
আমার ঘরের দেয়াল জুড়ে আপনার নাম লেখা ৷
ডায়েরীতে আপনার নাম লিখে বারবার দেখি ৷
সাত বছর আগে স্বপ্নে দেখা মেয়েটি হলেন আপনি ৷
আমি তো ভালোবাসা নামক অসুখে আক্রান্ত একজন রোগী ৷
আমার সস্তা ভালোবাসার দাম কোনো কালেই দিবেনা আপনার ভদ্র সমাজ ৷
আমি তো আপনাকে আশি বছর অব্দি ভালোবাসতে চাই ৷
না বলা কথা গুলো বুকের জমিনে জমা থাক ৷
আমি তো ভালোবাসা নামক অসুখে আক্রান্ত একজন রোগী ৷
প্রেমনগর,লতিফপুর ৷