প্রথম পাতাভালোবাসা দিবসের গল্প-কবিতাভালোবাসার কবিতাভালোবাসার গল্পসর্বশেষ

ভালোবাসার উপাখ্যান

মহীতোষ গায়েন

একটা সুন্দর সকাল দেবে বলেছিলে;কথা ছিলো
যে সকালে ফুটবে গাছে গাছে ফুল,পাখিরা গাইবে
ভালোবাসার গান,যে গানে শান্তি ও সুখের আবেশ…
কত সকাল গড়িয়ে দুপুর এলো,সকাল দিলে না আর।

একটি নির্জন দুপুর দেবে বলেছিলে; কথা ছিলো
যে হলুদাভ দুপুরে ছায়াবৃত কুমারী অশ্বত্থ হবে তুমি;
সমস্ত ক্লান্তি ভুলে নিরাপদ আশ্রয় পাওয়া হলো না,
কত দুপুর গড়িয়ে বিকেল এলো,তুমি অশ্বত্থ হলে না

একটি গোধূলির বিকেল দেবে বলেছিলে;কথা ছিলো
যে বিকেলে উদাসী মন হারাবে বাউল রাগ অনুরাগে…
মন দেওয়া নেওয়ার নৌকা ভাসে উজানে,পাখিরা বাসায়,
রাখালেরা ফেরে ঘরে,কত বিকেল গেল,তুমি ফিরলে না।ক

একটা জোৎস্নালোকিত মায়াবী রাত দেবে বলেছিলে;
যে রাতে দক্ষিণা বাতাসে ছড়াতো প্রেম-ফুলের সৌরভ,
দু’জনের নদী উপনদী,উপত্যকা ভাসতো মিলনের স্রোতে,
চাঁদ ডোবা রাতে ভালোবাসা ডুবলো মরা নদীর চড়ায়।

এই লেখাটি শেয়ার করুন
ছাইলিপির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

ছাইলিপির কথা

লেখালিখি ও সৃজনশীল সাহিত্য রচনার চেষ্টা খুবই সহজাত এবং আবেগের দুর্নিবার আকর্ষণ নিজের গভীরে কাজ করে। পাশাপাশি সম্পাদনা ও প্রকাশনার জন্য বিশেষ তাগিদে অনুভব করি। সেই প্রেরণায় ছাইলিপির সম্পাদনার কাজে মনোনিবেশ এবং ছাইলিপির পথচলা। ছাইলিপিতে লিখেছেন, লিখছেন অনেকেই। তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। এই ওয়েবসাইটের প্রতিটি লেখা মূল্যবান। সেই মূল্যবান লেখাকে সংরক্ষণ করতে লেখকদের কাছে আমরা দায়বদ্ধ। কোন লেখার মধ্যে বানান বিভ্রাট থাকলে সেটির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি। ছাইলিপি সম্পর্কিত যে কোন ধরনের মতামত, সমালোচনা জানাতে পারেন আমাদেরকে । ছাইলিপির সাথে থাকার জন্য ধন্যবাদ। ছাইলিপির নতুন সংযোজন ছাইলিপির ইউটিউব চ্যানেল Chailipi Magazine। সাবস্ক্রাইব করার আহ্বান।

error: কপি করা থেকে বিরত থাকুন ! বিশেষ প্রয়োজনে ইমেইল করুন [email protected]