অনঞ্জন
ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায়না ।
ইচ্ছে যদি না হয়, নাই বাসলে ভালো,
নাইবা কাছে এলে, তবু সেদিনের সেই
মুহূর্ত জুড়ে জুড়ে বাঁচা, খাঁটি অনুভূতি।
মুহূর্তগুলো অনুভূতি ভরা দে-উড়ান ছিল,
একটা সময় হৃদ-তরঙ্গ নিংড়ে সমর্পণ ছিল,
সময়গুলো তোমাকে পেরিয়ে আকাশ হয়ে গেছে,
পলাশ ফুল পাপড়ি মেলে আছে, গোটানো যাবে আর?
সুখদা ক্ষণিক থেকে ছিনিয়ে নিতে পারবে কি?
তোমার আদর, কান্না তোমার, স্তব্ধ আবেগ?
বড়জোর তুমি গোলাপকে করবে বৃথা,
সময় যে স্মৃতি, গ্রন্থিত অনুভূতি।
তাই আমি যখন কান্না-ভেজা স্মৃতিতে
সিক্ত আদর মাখি, মুহূর্তরা সার্থক।
রোমন্থনেই যাই ভিজে, কাঁদি, হাসি, আরও
কত পাগলামি, ভালোবাসি ভিজে স্মৃতি, তাই
কোনোকিছু আর রিক্ত করতে পারেনা,
ভালোবাসা ফিরিয়ে নেওয়া যায়না।
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত।