মুহাম্মদ ফারহান ইসলাম নীল
তার নামে কবিতা লিখি
স্বপ্ন বুনি চোখে ৷
তার বিরহ জ্বালায় অামার
ব্যাথা বাড়ে বুকে ৷
বেলী ফুলের মালা গেঁথে
তার জন্য রাখি ৷
অামি ঘুমিয়ে গেলে স্বপ্নেও
তাকে শুধুই ডাকি ৷
হিয়ার মাঝে যতো প্রেম
অামি দিয়েছি তাকে ৷
সে ভালোবাসার মিথ্যা অপবাদ
দিয়ে গেছে অামাকে ৷
অামার তরে তার অন্তরে
একটুও মায়া নাই ৷
অামি তবুও তাকে ভালোবেসে
অাপন করতে চাই ৷
রাত জেগে চাঁদ দেখা
তার প্রেমের ফল ৷
শ্যামলা মুখটি না দেখলে
ঝরে চোখের জল ৷
তার মায়া তার স্মৃতি
বুকে রেখেছি জমা ৷
দূরের মানুষ হয়ে গেছে
অামাকে করেনি ক্ষমা ৷
দুহাত তুলে খোদার কাছে
অামি চাই তাকে ৷
এক জনমে সে যেন
শুধু ভালোবাসে অামাকে ৷
তার সাথে অাশি বছর
বেঁচে থাকতে চাই ৷
অামার দোয়া কবুল করো
তাকে যেন পাই ৷
প্রেমনগর,লতিফপুর ৷